প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি, আগস্টেই ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে Honor

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অনর (Honor) কিছুদিন ধরেই ভারতের বাজারে প্রত্যাবর্তন করার পরিকল্পনা করছে এবং কোম্পানির এই পদক্ষেপ খুব শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আশা করা যায়। হুয়াওয়ে (Huawei)-এর প্রাক্তন সাব-ব্র্যান্ডটি একসময় এদেশের ক্রেতাদের মধ্যে খুব জনপ্রিয় ছিল এবং ভারতীয় স্মার্টফোন বাজারে যথেষ্ট আধিপত্যও বিস্তার করেছিল। সুতরাং এদেশের গ্রাহকদের মধ্যে এই চীনা ব্র্যান্ডটির সামান্য হলেও জনপ্রিয়তা রয়ে গেছে বলে অনুমান করা যায়। তবে অনরের ভারতে প্রত্যাবর্তনের বিষয়টিকে আরও উল্লেখযোগ্য করে তুলেছে একটি বিষয়। শোনা যাচ্ছে অনরের ভারতীয় শাখার প্রধান হিসেবে যোগদান করতে চলেছেন যে ব্যক্তি তিনি আর কেউ নন, স্বয়ং রিয়েলমি ইন্ডিয়া (Realme India)-এর প্রাক্তন সিইও, মাধব শেঠ৷

Honor ভারতে ফিরতে পারে Realme India-এর প্রাক্তন প্রধানের হাত ধরে

মাধব শেঠ “অনার ফর নাইটস”-এর জন্য একটি নতুন ট্রেডমার্ক দাখিল করেছেন। ট্রেডমার্কের জন্য প্রোডাক্ট বিবরণে মোবাইল ফোন এবং অ্যাক্সেসরিজের বিষয়ে উল্লেখ করা হয়েছে, যা থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করা হচ্ছে যে, ব্র্যান্ডটি আবার ভারতীয় স্মার্টফোন বাজারে ফিরে আসছে। টিপস্টার মুকুল শর্মার দাবি, অনরের ভারতে প্রত্যাবর্তন আগস্ট মাসের প্রথম দিকে হতে পারে। আরেকটি ইঙ্গিত পাওয়া যায় মাধব শেঠের টুইটার বায়ো থেকে, যেখানে “হোয়েন ইজ নাইট কামিং?”- এই বাক্যটি সম্প্রতি যুক্ত করা হয়েছে। এই সমস্ত দিক নির্দেশ করে যে অনর ইন্ডিয়া ফিরে আসবে এবং নেতৃত্বে থাকবেন মাধব শেঠ।

জানিয়ে রাখি, গত জুন মাসে শেঠ যখন রিয়েলমি ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে আসার বিষয়ে ঘোষণা করেছিলেন, তখন থেকেই অনরে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়। যদিও কোনও পক্ষই এবিষয়ে স্পষ্টভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে, বর্তমানে এই সূত্রগুলি এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে।

প্রসঙ্গত, অনর বাজেট এবং মিড-রেঞ্জে স্মার্টফোন লঞ্চ করার জন্য পরিচিত ছিল। স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং ফিটনেস ব্যান্ড সহ বিভিন্ন পণ্য তৈরি করতো পারা। তবে, মার্কিন সরকার হুয়াওয়ে-কে গুগল সার্ভিসেস (Google Services) অ্যাক্সেস করতে বাধা দেওয়ার পরে সংস্থাটি একটি বড় ধাক্কা খায়। এও জানানো হয়েছিল যে অনর আনুষ্ঠানিকভাবে ভারতীয় স্মার্টফোন বাজার থেকে প্রস্থান করছে, কিন্তু কোম্পানি পরে তা অস্বীকার করে।

উল্লেখ্য, ২০২১ সাল পর্যন্ত দেশে অনরের লঞ্চ করা প্রোডাক্টগুলির মধ্যে বেশিরভাগই ছিল স্মার্টওয়াচ এবং ট্যাবলেট, যেমন Honor Watch ES এবং Honor Pad 5। ভারতে ব্র্যান্ডের শেষ স্মার্টফোনটি ছিল Honor 9A, যেটি ১০,০০০ টাকারও কম দামে লঞ্চ হয়। অনর চলতি বছরের শুরুতে ভারতে MagicBook X14 ল্যাপটপও লঞ্চ করেছে। কিন্তু এদেশে ব্র্যান্ডটি প্রচার থেকে অনেকটাই দূরে সরে গেছে। তবে আশা করা যায় কোম্পানিটি আবার পুরোদমে এদেশের বাজারে তাদের নতুন পণ্য নিয়ে শীঘ্রই হাজির হবে।