BSNL আনল লোভনীয় রিচার্জ প্ল্যান, কলিং ও ডেটার সাথে পাওয়া যাবে এক বছরের ভ্যালিডিটি

সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এই উৎসবের মরসুমে তাদের গ্রাহকদের জন্য লঞ্চ করলো দুটি নতুন ‘লং-টার্ম’ রিচার্জ প্ল্যান। সদ্য ঘোষিত এই প্ল্যানগুলির মূল্য ১,১৯৮ টাকা এবং ৪৩৯ টাকা। দুটি রিচার্জ প্যাকই দীর্ঘ মেয়াদি হলেও এগুলির বেনিফিট একে-অপরের থেকে অনেকটাই ভিন্ন। যেমন ১,১৯৮ টাকা দামের BSNL প্ল্যানটি যেখানে ফ্রি মেসেজ, নির্ধারিত সময়ের জন্য কলিং পরিষেবা এবং মাসিক ডেটা সুবিধা প্রদান করে। সেখানে, ৪৩৯ টাকার প্ল্যানটি তাদের জন্য নিয়ে আসা হয়েছে, যাদের কাছে ইন্টারনেটের থেকে কলিং পরিষেবা অধিক প্রয়োজনীয়। সংস্থাটি বর্তমানে তাদের প্রায় প্রত্যেকটি সার্কেলেই এই প্ল্যানগুলি চালু করেছে।

BSNL -এর ১,১৯৮ টাকার প্ল্যানের সুবিধা

১,১৯৮ টাকা দামের এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিনের। এই প্ল্যানের অধীনে, আপনারা প্রতি মাসে মোট ৩ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন এবং ৩০০ মিনিটের ফ্রি কলিং পরিষেবার পাওয়া যাবে। এছাড়াও, ৩০টি এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে পাঠানো যাবে। সদ্য চালু হওয়া এই রিচার্জ প্যাকের সাথে উপলব্ধ বেনিফিটগুলি প্রতি ৩০ দিন অন্তর স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হয়ে যাবে।

BSNL -এর ৪৩৯ টাকার প্ল্যানের সুবিধা

আলোচ্য প্ল্যানটি সেই সমস্ত বিএসএনএল সিম ইউজারদের জন্য উপযুক্ত, যাদের ইন্টারনেট ডেটার চেয়ে কলিং পরিষেবা অধিক প্রয়োজন। এক্ষেত্রে ৪৩৯ টাকার বিনিময়ে আপনারা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং মোট ৩০০টি এসএমএস বিনামূল্যে প্রেরণ করতে পারবেন পুরো ৯০ দিনের জন্য। এই প্ল্যানের অধীনে ইন্টারনেট ডেটা অফার করা হবে না।

BSNL সম্প্রতি লঞ্চ করেছে ২৬৯ টাকা এবং ৭৬৯ টাকার রিচার্জ প্ল্যান

প্রসঙ্গত, বিএসএনএল সম্প্রতি ২৬৯ টাকা এবং ৭৬৯ টাকা মূল্যের দুটি প্ল্যান লঞ্চ করেছিল। যার মধ্যে, ২৬৯ টাকার প্ল্যানটি ৩০ দিনের জন্য বৈধ। বেনিফিট হিসাবে এর সাথে – দৈনিক ১০০টি ফ্রি এসএমএস, ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়া, অতিরিক্তভাবে ‘Eros Now’ অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত থাকছে এই রিচার্জ প্ল্যানে।

অন্যদিকে, ৯০ দিনের বৈধতাসম্পন্ন ৭৬৯ টাকা মূল্যের প্ল্যানে আপনারা দৈনিক ২ জিবি অর্থাৎ মোট ১৮০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া, প্ল্যানটি আনলিমিটেড কলিং এবং প্রতিদিনের ১০০টি ফ্রি এসএমএস অফার করে। আর পূর্ববর্তী প্যাকের ন্যায় এর সাথেও ‘Eros Now’ অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন উপলব্ধ।