গরীবের iPhone 15 Pro Max নতুন বছরের শুরুতেই ভারতের বাজারে পা রাখতে চলেছে!

ইনফিনিক্স সম্প্রতি ভারতের বাজারে তাদের লেটেস্ট Infinix Smart 8 HD স্মার্টফোনটিকে বিক্রির জন্য উপলব্ধ করেছে। বর্তমানে, ব্র্যান্ডটি এদেশের বাজারে আরেকটি নতুন Smart 8 সিরিজের ফোন উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে৷ যার নাম সম্ভবত Infinix Smart 8 হবে এবং খুব শীঘ্রই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। চলুন ফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Infinix Smart 8 শীঘ্রই লঞ্চ হতে লঞ্চ ভারতীয় বাজারে

চীনা ব্র্যান্ডটি শীঘ্রই ভারতে ইনফিনিক্স স্মার্ট ৮ লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ডিভাইসটি সম্ভবত আগামী মাসে, অর্থাৎ জানুয়ারির কোনও এক সময়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। তাই আশা করা যায় যে চীনা ব্র্যান্ডটি এদেশে শীঘ্রই ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখটি নিশ্চিত করবে। জানিয়ে রাখি, স্মার্ট ৮ মডেলটি ইতিমধ্যেই নাইজেরিয়ার বাজারে লঞ্চ হয়েছে। বর্তমানে, ইনফিনিক্স তাদের এই স্মার্টফোনটিকে একটি বিশেষ সংস্করণে বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যেটির রিয়ার শেলে একটি কাঠের টেক্সচার্ড প্যানেল থাকবে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ইনফিনিক্স স্মার্ট ৮-এ ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক ব্রাইটনেস, এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ফোনটি ইউনিসক টি৬০৬ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। তবে ইউজাররা ফোনে উপলব্ধ মাইক্রোএসডি কার্ড স্লট এবং ভার্চুয়াল র‍্যাম সাপোর্টের মাধ্যমে স্টোরেজ এবং র‍্যাম আরও বাড়াতে পারবেন। ইনফিনিক্স স্মার্ট ৮ অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য, Infinix Smart 8-এর পিছনে ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে এবং সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। নিরাপত্তার জন্য, এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচারটিও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Smart 8-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

যেহেতু, Infinix Smart 8 একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন, তাই আশা করা যায় ভারতে এর দাম ১০,০০০ টাকার মধ্যেই থাকবে। প্রসঙ্গত, Infinix Smart 8 HD মডেলটি এদেশে ৬,২৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে আত্মপ্রকাশ করেছে। কোম্পানি একই দামের রেঞ্জে স্ট্যান্ডার্ড মডেলটিকেও লঞ্চ করতে পারে।