Redmi K60 Ultra: ক’মিনিটেই ব্যাটারি ফুল চার্জ! রেডমির নতুন ফোনের ক্ষমতা চমকে দেবে আপনাকে

রেডমি খুব শীঘ্রই তাদের Redmi K60 Ultra স্মার্টফোনটি বাজারে লঞ্চ করতে চলেছে। এই হ্যান্ডসেটটি বিদ্যমান K60 লাইনআপে যোগদান করবে, যার মধ্যে ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড K60, K60 Pro এবং K60E মডেলগুলি অন্তর্ভুক্ত রয়েছে৷ লঞ্চের আগেই, K60 Ultra-এর কিছু মূল স্পেসিফিকেশন এবং একটি রেন্ডার স্কেচ ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে, যা প্রযুক্তি প্রেমীদের মধ্যে ফোনটিকে নিয়ে উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম হয়েছে৷ আর এখন, ডিভাইসটিকে চীনের ৩সি (3C) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা এর ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে জানিয়েছে। আসুন তাহলে এই সার্টিফিকেশন থেকে Redmi K60 Ultra-এর বিষয়ে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Redmi K60 Ultra পেল 3C-এর অনুমোদন

23078RKD5C মডেল নম্বর সহ রেডমি কে৬০ আল্ট্রা মডেলটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এর লিস্টিং থেকে জানা গেছে যে, ফোনটি ১২০ হার্টজ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে, যেমনটা বর্তমান কে৬০ প্রো-এও দেখা যায়৷ অনুমান করা হচ্ছে, কে৬০ আল্ট্রা বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা কে৬০ প্রো ভ্যারিয়েন্টের মতোই ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করতে পারে।

এই তালিকাটি নতুন রেডমি ডিভাইসটির সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি, তবে ইতিমধ্যেই সূত্র মারফৎ ফোনটির স্পেসিফিকেশন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Redmi K60 আল্ট্রা-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্টগুলিতে দাবি করা হয়েছে যে, Redmi K60 Ultra-এ ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজের উচ্চ রিফ্রেশ রেট সহ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে৷ ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে আশা করা হচ্ছে। আবার, ফাঁস হওয়া ডিজাইন স্কেচগুলি হ্যান্ডসেটটির পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল প্রদর্শন করেছে, যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে।

সেন্সরগুলি দুটি বড় এবং একটি ছোট কাটআউটের মধ্যে অবস্থান করবে। আর Redmi K60 Ultra-এর সামনের দিকে, স্লিম বেজেল সহ একটি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে যে, এই রেডমি ফোনটিতে অ্যালুমিনিয়াম-নির্মিত বডি দেখা যাবে।