সস্তায় Laptop কেনার দুর্দান্ত সুযোগ, এইসব প্রিমিয়াম মডেলে ব্যাপক ছাড় দিচ্ছে Amazon

Laptop offer: দেখতে দেখতে প্রায় শেষের পথে এসে দাঁড়িয়েছে Amazon India-র ‘Premium Electronics Days’ সেল। গতপরশু অর্থাৎ ২৭শে জুন এই বিশেষ বিক্রয়পর্ব, যা আগামীকাল মাস শেষের সাথেই সমাপ্ত হয়ে যাবে। তাই আপনার যদি এই মুহূর্তে কোনো ইলেকট্রনিক্স বা গ্যাজেট কেনার থাকে, তাহলে এই সেলের হাতে থাকা সময় কাজে লাগিয়ে আপনি কম খরচেই খরিদ্দারি সেরে ফেলতে পারবেন। বিশেষত, আপনি যদি এখন সস্তায় নতুন ল্যাপটপ কিনতে চান, সেক্ষেত্রে Amazon Premium Electronics Days সেল মিস করা উচিত হবেনা। কেন একথা বলছি? জানতে হলে দেখে নিন সেলের পাঁচ-পাঁচটি সেরা অফার – যেখানে লেটেস্ট ফিচারের ল্যাপটপে ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ স্কিম, ইএমআই ইত্যাদি সুবিধা কাজে লাগানোর সুযোগ রয়েছে।

Amazon Sale-এ এই ৫টি ল্যাপটপ মিলছে দারুণ ছাড়ে, দেখুন তালিকা

১. Honor MagicBook X14 (2023), 12th Gen Intel Core Thin and Light Laptop: ৭৯,৯৯৯ টাকার এই ল্যাপটপটি এখন অ্যামাজন প্রিমিয়াম ইলেকট্রনিক্স ডেজ সেলে ৪৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। সাথে আছে ১৪,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার, নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ৩,২৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট এবং ইএমআই/পে লেটার ইত্যাদি সুবিধা।

ফিচার বলতে এই ল্যাপটপে ১৪ ইঞ্চি অ্যান্টিগ্লেয়ার ডিসপ্লে, ব্যাকলিট ফাংশন, ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ (i5) প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ এবং ফিঙ্গারপ্রিন্ট লগইনের মতো বৈশিষ্ট্য দেখা যাবে। এর ওজন মাত্র ১.৪৩ কেজি।

২. HP 15s, 11th Gen Intel Core i5-1155G7 FHD Anti-Glare Laptop: এই ল্যাপটপটি এখন অ্যামাজন থেকে ৫২,৪৯০ টাকা দিয়ে কেনা যাবে, এমনিতে এর দাম ৬০,৫৯৯ টাকা। এর সাথে ৯,৯০০ টাকার এক্সচেঞ্জ অফার উপলব্ধ।

ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুলএইচডি স্ক্রিন, ইন্টেল কোর আই৫ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ৫১২ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ এবং ডুয়াল স্পিকার। এতে আপনি ব্যাকলিট ফাংশন এবং বিল্ট-ইন অ্যালেক্সা দেখতে পাবেন।

৩. Lenovo IdeaPad Slim 5 Intel Core i5 11th Gen 15.6″ FHD Laptop: এই ল্যাপটপের এমআরপি (MRP) ৯৭,৮৯০ টাকা, তবে সেলে এটি ৬০,৯৯০ টাকায় কেনার সুযোগ রয়েছে। উপরন্তু এটি কিনলে ১৪,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানো যাবে।

এতে আপনি পাবেন ১৫.৬ ইঞ্চি ফুলএইচডি স্ক্রিন, ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ এবং অফিস ২১ (Office 21)-এর মতো ফিচার। এছাড়াও হালকা ওজনের এই ল্যাপটপটি ৩ মাস বিনামূল্যে গেম পাস অফার করবে।

৪. ASUS Vivobook Pro 15 OLED, AMD Ryzen 15.6″ (39.62 cm) FHD Laptop: আসুসের এই ল্যাপটপটির মূল্য ৯৬,৯৯০ টাকা হলেও, বর্তমানে এটি আপনি ৭২,৯৯০ টাকায় কিনতে পারবেন। সাথে থাকবে ৯,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার ইত্যাদি সুবিধা।

এই ল্যাপটপটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১৫.৬ ইঞ্চি ওলেড (OLED) স্ক্রিন, ১৬ জিবি র‌্যাম, এএমডি (AMD) রাইজেন প্রসেসর এবং ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

৫. Apple 2020 MacBook Air Laptop M1 chip, 13.3-inch: সেলে এই হাই-এন্ড ল্যাপটপটি ৯৯,৯০০ টাকার বদলে ৭৯,৯৯০ টাকায় কেনা যাবে। এমনকি কাজে লাগানো যাবে ১১,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।

ফিচার বলতে এই অ্যাপল ল্যাপটপটিতে ১৩.১ ইঞ্চি রেটিনা ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি, এতে ম্যাকওএস ১০.১৪ অপারেটিং সিস্টেম ইত্যাদি অপশন উপলব্ধ।