ছবি, ফিচার্সের পর এবার Oppo Reno 11 Pro ফোনের ভিডিও ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরায় বাজিমাত

চীনে পর, ওপ্পো (Oppo) এবার ভারতে Reno 11 সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানি ঘোষণা করেছে যে, আগামী ১২ জানুয়ারি Oppo Reno 11 সিরিজ লঞ্চ হবে এদেশে এবং ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে এক্সক্লুসিভলি বিক্রি করা হবে। সিরিজে দুটি হ্যান্ডসেট থাকবে – Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro। লঞ্চের আগে এখন এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে Oppo Reno 11 Pro-এর ভারতীয় রিটেইল ইউনিটের প্রচুর স্পেসিফিকেশন সহ আনবক্সিং ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ফাঁস হল Oppo Reno 11 Pro-এর আনবক্সিং ভিডিও

টিপস্টার সুধাংশু আম্ভোরে ওপ্পো রেনো ১১ প্রো-এর রিটেইল ইউনিটের আনবক্সিং ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে পার্ল হোয়াইট কালার অপশনটি আনবক্স করা হয়েছে। ফোনটিতে পাঞ্চ হোল নচ সহ কার্ভড ডিসপ্লেও দেখা গেছে। হ্যান্ডসেটটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দ্বারা সজ্জিত। টিপস্টার দাবি করেছেন যে, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে।

এছাড়াও, সুধাংশু দাবি করেছেন যে ওপ্পো রেনো ১১ প্রো ভারতীয় বাজারে ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। অন্যদিকে, ওপ্পো সম্প্রতি রেনো সিরিজের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। যেমন কোম্পানি নিশ্চিত করেছে যে, Oppo Reno 11 Pro MediaTek Dimensity 8200 প্রসেসর দ্বারা চালিত হবে। আর স্ট্যান্ডার্ড Reno 11 ফোনটিতে MediaTek Dimensity 7050 চিপসেট ব্যবহার হবে।

এছাড়া, Oppo Reno 11 সিরিজের স্মার্টফোনগুলিতে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এই ফোনগুলি ২x অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেলের টেলিফটো পোর্ট্রেট ক্যামেরাও অফার করবে বলে জানা গেছে। Pro মডেলটি ৮০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে মনে করা হচ্ছে।