চীন কে ত্যাগ করে ভারতের উপর বাজি ধরছে Apple, উৎপাদন তিনগুণ করার পরিকল্পনা

নিজেদের ব্যবসায়িক স্বার্থে চীনের উপর Apple-এর নির্ভরতার কথা কারোরই অজানা নয়। এতদিন পর্যন্ত সেদেশেই সবথেকে বেশি iPhone তৈরি হতো। তবে করোনা মহামারীর আগমনের পর থেকে ছবিটা বেশ কিছুটা পাল্টে গিয়েছে। চলতি সময়ে কোভিড-১৯ -এর জন্য চীনের একাধিক শহরে ঘনঘন লকডাউনের ফলে সাপ্লাই চেইনের ব্যাপক ক্ষতি হওয়ায় Apple সহ অনেক নামজাদা টেক কোম্পানি বর্তমানে চীনের উপর তাদের নির্ভরশীলতা কমানোর দিকে জোর দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে ভারতে iPhone উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে টেক জায়েন্টটি। MacRumours-এর এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, আগামী দুই বছরের মধ্যে ভারতে আইফোন উৎপাদন ক্ষমতা (iPhone production capacity) পূর্বের তুলনায় তিনগুণ করার পরিকল্পনা করছে Apple।

এদেশে iPhone উৎপাদনের পরিমাণ তিনগুণ করতে চায় Apple

MacRumours-এর রিপোর্ট অনুযায়ী, আলোচ্য পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার জন্য অ্যাপল তার তিন অন্যতম সাপ্লায়ার – ফক্সকন (Foxconn), পেগাট্রন (Pegatron) এবং উইস্ট্রোন (Wistron)-কে এদেশে তাদের উৎপাদন ক্ষমতা এবং লোকবল বহুগুণে বাড়ানোর নির্দেশ দিয়েছে। উল্লেখ্য যে, এমনিতে ২০১৭ সাল থেকেই ভারতে আইফোন তৈরি হচ্ছে। শুরুটা iPhone SE দিয়ে হলেও তারপর থেকে iPhone 12 সিরিজ, iPhone 13 সিরিজ, এবং অতিসম্প্রতি iPhone 14 সিরিজের উৎপাদনও এদেশে শুরু হয়েছে। উপরন্তু, চীনে সাম্প্রতিক কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে দিন-কে-দিন অ্যাপলের কাছে ভারতের গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে, যার জেরেই অদূর ভবিষ্যতে সংস্থাটি এদেশে তাদের আইফোনের উৎপাদনের পরিমাণকে তিনগুণ করার পরিকল্পনা করেছে। এর ফলে ব্যবসায়িক ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আগামী দিনে ভারতে কর্মসংস্থানের প্রচুর সুযোগ বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ভবিষ্যতে চীনের পাশাপাশি ভারতও হয়ে উঠবে একটি উল্লেখযোগ্য iPhone ম্যানুফ্যাকচারিং হাব

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মাসে প্রখ্যাত অ্যাপল অ্যানালিস্ট মিং-চি কুও (Ming-Chi Kuo) বলেছিলেন যে, অদূর ভবিষ্যতে বিশ্বের সমগ্র আইফোন উৎপাদনের ৪০%-৪৫% ভারতে হওয়ার সম্ভাবনা প্রবল। তদুপরি, ইতিমধ্যেই টাটা গ্রুপ (Tata Group) ভারতে আইফোন তৈরি করার জন্য মার্কিনি টেক কোম্পানিটির সাথে হাত মিলিয়েছে, যার ফলে তাইওয়ানিজ মোবাইল সাপ্লায়ার উইস্ট্রোনের সাথে তাদের প্রযুক্তি শেয়ার করে দ্রুত এদেশে নতুন আইফোন তৈরি করবে ভারতীয় সংস্থাটি। তাই একথা স্পষ্টতই বলা যায় যে, আগামী দিনে চীনের পাশাপাশি ভারতও একটি উল্লেখযোগ্য আইফোন ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠতে চলেছে।

ভিয়েতনামেও নিজেদের ব্যবসায়িক কার্যকলাপকে সম্প্রসারিত করার পরিকল্পনা করছে Apple

প্রসঙ্গত বলে রাখি, চীনের উপর নির্ভরতা কমাতে আগামী দিনে ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও নিজেদের ব্যবসায়িক কার্যকলাপকে সম্প্রসারিত করার পরিকল্পনা করছে অ্যাপল। এই বছরের শুরুতে JP Morgan-এর বিশ্লেষকরা বলেছিলেন যে, অ্যাপল ২০২৫ সালের মধ্যে ভারতে তাদের এক-চতুর্থাংশ আইফোন তৈরি করার পরিকল্পনা করছে। অন্যদিকে, ২০২৫ সালের মধ্যে সমস্ত আইপ্যাড (iPad) এবং অ্যাপল ওয়াচ (Apple Watch) উৎপাদনের ২০ শতাংশ, ম্যাকবুক (MacBook) উৎপাদনের ৫ শতাংশ এবং এয়ারপড (AirPods) উৎপাদনের ৬৫ শতাংশ ভিয়েতনামের আওতাভুক্ত করা হবে বলে হালফিলে এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ফলে খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে যে, তাহলে কি আগামী দিনে চীন থেকে পুরোপুরিভাবে তল্পিতল্পা গুটিয়ে নেবে মার্কিনি প্রযুক্তি সংস্থাটি? সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, অন্যান্য দেশে নিজেদের ব্যবসাকে সম্প্রসারিত করলেও চীনের ওপর Apple কিন্তু এখনও বহুলাংশে নির্ভরশীল। তাই সাম্প্রতিককালে নিজেদের ব্যবসার উন্নতির স্বার্থে সংস্থাটি যে সকল পরিকল্পনা গ্রহণ করছে, সেগুলি বাস্তবায়িত হতে আরও অন্ততপক্ষে ৩-৫ বছর সময় লাগবে। তাই চীন থেকে এক্ষুনি পুরোপুরিভাবে তল্পিতল্পা গুটিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া যেতে পারে।