ভারতে লঞ্চ হল ৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোন POCO M2

পোকো ইন্ডিয়া আজ ভারতে লঞ্চ করলো তাদের নতুন ফোন POCO M2। যদিও নামেই নতুন, কারণ এই ফোনটি আসলে Redmi 9 Prime এর রিব্রান্ডেড ভার্সন। প্রসঙ্গত গত জুলাইয়ে কোম্পানি POCO M2 Pro লঞ্চ করেছিল। POCO M2 এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সচার, ১৩ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ওয়াটার ড্রপ স্টাইল নচ ডিসপ্লে। এই ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছে। আসুন পোকো এম ২ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নিই।

POCO M2 দাম

ভারতে পোকো এম ২ ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১০,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১২,৪৯৯ টাকা। এই ফোনটি পিচ ব্ল্যাক, স্লেট ব্লু ও ব্রিক রেড কালারে পাওয়া যাবে। ই-কমার্স সাইট Flipkart থেকে আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ১২ টায় এই ফোনের সেল শুরু হবে। ICICI ও Federal Bank এর কার্ড গ্রাহকরা ৭৫০ টাকা ডিসকাউন্ট পাবে।

জানিয়ে রাখি ভারতে Redmi 9 Prime এর দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

POCO M2 স্পেসিফিকেশন

পোকো এম ২ ফোনে ওয়াটারড্রপ নচ ডিজাইন সহ ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেলের দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এই ফোনে হালকা বেজেল উপলব্ধ এবং ডিসপ্লের প্রটেকশনের জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৩। এটি P2i প্রোটেক্টেড, যা জল থেকে ফোনকে বাঁচাবে। ডুয়েল টোন ডিজাইনের পোকো এম ২ ফোনে পাবেন মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

POCO M2 ফোনে কোম্পানি এআই কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। পিছনের ক্যামেরা দিয়ে ৩০ এফপিএস এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও পোর্ট্রেট মোড, ওয়াইড এঙ্গেল মোড প্রভৃতি উপলব্ধ। ভিডিও কল ও সেলফির জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ইন স্ক্রিন এআই ক্যামেরা রয়েছে।

এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্ট করবে। যদিও বক্সের মধ্যে ১০ ওয়াট ফাস্ট চার্জার উপলব্ধ। চার্জিংয়ের জন্য এখানে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে পাবেন অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ ইউআই। এছাড়াও এতে আছে ব্লুটুথ ৫.০, ওয়্যারলেস এফএম রেডিও, আইআর ব্লাস্টার, ডুয়েল মাইক্রোফোন।

কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এতে কোনো বিজ্ঞাপন দেখা যাবেনা। এটি POCO Clean Experience এর সাথে এসেছে। যেখানে পোকো লঞ্চার ২.০, মিনিমাল ইউআই, ডার্ক মোড, গুগল ডিসকভার প্রভৃতি পাওয়া যাবে।