Kawasaki নাকি Royal Enfield ? Vulcan S ও Super Meteor এর মধ্যে কোন ক্রুজার বাইক সেরা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৩ এর শুরুতেই ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Royal Enfield Super Meteor 650। এই ফ্লাগশিপ ক্রুজার বাইকের মধ্যে রয়েছে বেশ কিছু প্রিমিয়াম, যা সংস্থার ইতিহাসে প্রথমবার ব্যবহার হয়েছে। প্রাইস রেঞ্জে না হলেও ক্ষমতার নিরিখে মোটরসাইকেলটির অন্যতম প্রতিপক্ষ Kawasaki Vulcan S। আজকের প্রতিবেদনে এই দুই প্রতিপক্ষের মধ্যে কে কতটা এগিয়ে তার হিসেব তুলে ধরা হলো।

Royal Enfield Super Meteor 650 vs Kawasaki Vulcan S: ডিজাইন ও লুক

আমেরিকা কিংবা ইউরোপের মতো দেশে দেখতে পাওয়া আদ্যপ্রান্ত ক্রুজার বডি নিয়ে হাজির হয়েছে সুপার মিটিয়র ৬৫০। গোলাকৃতি এলইডি হেডল্যাম্প (সংস্থার ইতিহাসে প্রথম), প্রচুর পরিমাণে ক্রোমের কাজ, উঁচু করা উইন্ডশিল্ড, টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাংক, কিছু ভ্যারিয়েন্টে পিলিয়ন ব্যাকরেস্ট এবং নিচু করা সিট উপলব্ধ রয়্যাল এনফিল্ডের এই বাইকে।

অপর হাতে Kawasaki Vulcan S এর তাগড়াই চেহারাও আপনাকে শক্তিশালী ক্রুজার বাইকের কথা স্মরণ করাবে। উঁচু করা এবং চওড়া হ্যান্ডেল বার, অনেকটা নিচের দিকে অবস্থিত সিট এবং বাস্তবিক ক্ষেত্রে অনেক বেশি আধুনিক স্টাইলের ডিজাইন নিয়ে বাজারে এসেছে কাওয়াসাকির বাইকটি।

Royal Enfield Super Meteor 650 vs Kawasaki Vulcan S: ইঞ্জিন স্পেসিফিকেশন

ইতিপূর্বেই Interceptor 650 এবং Continental GT 650 বাইক দুটিতে ব্যবহৃত বহু পরিচিত ৬৪৮ সিসির এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন ব্যবহৃত হয়েছে সুপার মিটিয়রে। যদিও অতিরিক্ত ওজন এবং ছোট গিয়ারের সঙ্গে সাজুজ্য রেখে ইঞ্জিনটি আলাদাভাবে টিউন করা হয়েছে। ৭,২৫০ আরপিএম গতিতে এই ইঞ্জিনটি থেকে ৪৬.৩ বিএইচপি এবং ৫,৬৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে রয়েছে ছয় ধাপযুক্ত ট্রান্সমিশন সিস্টেম।

অন্যদিকে Vulcan S বাইকটিকে চালিকাশক্তি যোগায় ৬৪৯ সিসির লিকুইড কুল্ড পেট্রোল ইঞ্জিন। সিক্স স্পীড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিনটি ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৫৯.৯৪ বিএইচপি এবং ৬,৬০০ আরপিএমে সর্বাধিক ৬২.৪ এনএম টর্ক উৎপাদন করতে পারে। অর্থাৎ ইঞ্জিন স্পেসিফিকেশনে কাওয়াসাকি এগিয়ে।

Royal Enfield Super Meteor 650 vs Kawasaki Vulcan S: বৈশিষ্ট্য

এলইডি হেডল্যাম্প ও টেলল্যাম্প, ট্রিপার নেভিগেশন সিস্টেম, হ্যাজার্ড লাইট, ডুয়েল চ্যানেল এবিএস, ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ইউএসবি পোর্ট এই সমস্ত কিছুই উপলব্ধ রয়েছে সুপার মিটিয়রে। ফিচার্সের নিরিখে অবশ্য অনেকটা পিছিয়ে কাওয়াসাকি ভালকান এস।

Royal Enfield Super Meteor 650 vs Kawasaki Vulcan S: দামের পার্থক্য

সুপার মিটিয়র ৬৫০ তিনটি আলাদা ভ্যারিয়েন্টে এসেছে। এক্স শোরুম মূল্য ৩.৪৯ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩.৭৯ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যদিকে Kawasaki Vulcan S কেবল একটিমাত্র ভার্সানেই বাজারে পাওয়া যায় যার দাম ৬.৪০ লাখ টাকা (এক্স শোরুম)। অর্থাৎ সুপার মিটিওর সস্তা হওয়ার পাশাপাশি ভাল প্যাকেজ অফার করছে।