দেশে সস্তা হবে বৈদ্যুতিক গাড়ি, Tesla-র প্রস্তাবে 85% কর ছাড় দিতে পারে মোদি সরকার!

ভারত সরকার ও বিশ্বের অন্যতম জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা (Tesla)-র মধ্যে কর ছাড় নিয়ে দীর্ঘ দিনের টানাপোড়েন শেষমেশ মিটতে চলেছে বলে শোনা যাচ্ছে। ইলন মাস্ক (Elon Musk)-এর অনুরোধে এবারে নমনীয় মোদি সরকার। রয়টার্সের তরফে দাবি করা হয়েছে, এতদিন টেসলা ভারতে আমদানিকৃত গাড়ির কর ছাঁটাইয়ের যে আবেদন করে আসছিল, তা মেনে নিতে পারে কেন্দ্র। তবে তার জন্য দেশেও স্থানীয়ভাবে উৎপাদনের প্রতিশ্রুতিও দিতে হবে সংস্থাকে। বর্তমানে বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি করা ইলেকট্রিক ভেহিকেল আমদানি করলে সর্বোচ্চ ১০০% কর দিতে হয়। সরকারের নতুন ইভি পলিসিতে সেই করের পরিমাণ ১০০ থেকে ১৫% পর্যন্ত কমানো হতে পারে। ফলে টেসলার পাশাপাশি অন্যান্য গ্লোবাল অটো জায়েন্টরা ভারতে ব্যবসায় আগ্রহী হবে।

Tesla-র প্রস্তাবে আমদানিকৃত ইলেকট্রিক গাড়ির কর কমানোর চিন্তাভাবনা সরকারের

বর্তমানে ৪০,০০০ ডলার বা প্রায় ৩৩ লক্ষ টাকার বেশি দামের ইলেকট্রিক গাড়িতে ১০০ শতাংশ আমদানি কর দিতে হয়। ভারতে ব্যাবসা পরিচালনার লক্ষ্যে সম্প্রতি পুণেতে অফিস ভাড়া নিয়েছে টেসলা। ৫,৮৫০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত টেসলার ওই অফিস। কর কমানো হলে মার্কিন কোম্পানিটি তাদের একাধিক মডেল ভারতে লঞ্চ করতে উৎসাহ পাবে। এই বিষয়ে অবগত একটি সরকারি সূত্রের দাবি, “টেসলার প্রস্তাবে আগ্রহ দেখাতে শুরু করেছে ভারত সরকার।”

কেন্দ্রীয় সরকারের তরফে বৈদ্যুতিক গাড়ির আমদানি কর কমানো হলে, কেবল যে টেসলা উপকৃত হবে, তেমন নয়। পাশাপাশি এদেশে ব্যবসাকারী অন্যান্য সংস্থাও বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি হয়ে আসা নিজেদের লাক্সারি গাড়ির দাম কমাতে পারবে। একাধারে লাভবান হবেন ক্রেতারাও। বিলাসবহুল গাড়ি কেনার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম অর্থ খরচ করলেই সেটি বাড়ি নিয়ে আসা যাবে।

ভারতে গাড়ি আমদানির পাশাপাশি স্থানীয়ভাবে নির্মাণের পরিকল্পনা রয়েছে টেসলার। সেজন্য উপমহাদেশে কারখানা গড়া হতে পারে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে বিশ্ববাজারে বিক্রিত টেসলার Model S, Model 3, Model X ও Model Y গাড়িগুলি এদেশে বিক্রি করতে সমর্থ হবে তারা। Model 3-এর বর্তমান বাজার মূল্য ৩২,৭৪০ ডলার। ভারতীয় মুদ্রার হিসেবে যা প্রায় ২৭.০৬ লক্ষ টাকা। সরকারের নতুন পরিসিতে আমদানি কর কমানো হলে Kia EV6, BMW i4-এর মতো ইলেকট্রিক গাড়ির দাম অনেকটাই হাতের নাগারে আসবে।