সাবধান, ভুয়ো সরকারি চাকরির লোভ দেখিয়ে প্রতারণা করছে এই ওয়েবসাইট

সরকারি চাকরির লোভ দেখিয়ে প্রতারণা বর্তমানে খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। সারা দেশে যখন অসংখ্য বেকার প্রতিনিয়ত অবসাদে ভুগছেন, সেই সময় এই ধরণের প্রতারণার সংখ্যা বেড়েই চলেছে। এবার PIB Fact Check তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আরো একটি প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো। সম্প্রতি, তারা এমন একটি ওয়েবসাইটকে চিহ্নিত করেছে যারা নিজেদের কেন্দ্রীয় সংস্থা National Recruitment Agency বা NRA -এর অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে দাবী করে। কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক টুইটারে স্পষ্ট জানিয়েছে যে, এই ওয়েবসাইটটি বিলকুল ভুঁয়ো। ফলে সরকারি চাকরি সংক্রান্ত এর সমস্ত বিজ্ঞপ্তিই ভ্রান্ত।

সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, পিআইবি বা প্রেস ইনফর্মেশন ব্যুরো’র ফ্যাক্ট চেক ইউনিট মূলত সরকারি চাকরি, নীতি এবং পরিষেবা সংক্রান্ত মিথ্যে তথ্যপ্রদানকারীদের চিহ্নিত করে তাদের বিরোধিতা করে। সম্প্রতি এরা যে জাল ওয়েবসাইটটির স্বরূপ উদঘাটন করেছে তার ইউআরএল হল- nra-gov.online। এরা কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থার সরকারি ওয়েবসাইট হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকে এবং সরকারি চাকরির টোপ দিয়ে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পিআইবি’র পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি মোটেও কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থার ওয়েবসাইট নয়। এর চাকরির যাবতীয় নোটিফিকেশন অসত্য এবং লোকঠকানোর উদ্দেশ্যে প্রকাশিত। এমনকি এরা একাধিক সরকারি পদের জন্য আবেদন পর্যন্ত গ্রহণ করেছে। কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট খুব জোরের সাথেই ঘোষণা করেছে যে এদের দ্বারা প্রচারিত নিয়োগের বিজ্ঞপ্তিগুলির আদতে অস্তিত্বই নেই। কেন্দ্রীয় সংস্থাটি এমন কোন শূন্যপদ পূরণের নোটিস জারি করেনি যা nra-gov.online ওয়েবসাইটটির পক্ষ থেকে দাবী করা হয়েছে।

PIB Fact Check তাদের টুইটার পোস্টের মাধ্যমে এই ভ্রান্ত ওয়েবসাইটটির কথা ঘোষণা করার পরে নেটিজেনরা এবিষয়ে রিটুইট করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন। এমনকি অনেকেই যে এর দ্বারা প্রতারিত হয়েছেন সেকথাও স্বীকার করে নেন। আবেদনপত্র জমা নেওয়ার অছিলায় এই প্রতারক চক্রটি প্রত্যেক আবেদনকারীর কাছ থেকে ৪০০ টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানা গেছে।

ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা যা ২০২০ সালের আগস্টে নিজেদের কাজ শুরু করে। এরা মূলত সরকারি গ্রুপ-বি ও গ্রুপ-সি পদগুলির নিয়োগ এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করে থাকে।