নেটওয়ার্ক ছাড়াই হবে কল, স্যাটেলাইট কমিউনিকেশন ফিচারের সাথে আসছে Honor Magic 6

অনর তাদের এই নতুন স্যাটেলাইট ভিত্তিক কমিউনিকেশন সিস্টেমটি আসন্ন অনর ম্যাজিক ৬ (Honor Magic 6) স্মার্টফোন সিরিজে ব্যবহার করতে পারে

দিনকে দিন ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বই কমছে না। এমত অবস্থায়, আরো ভালো কানেক্টিভিটি প্রদানের জন্য টেক সংস্থাগুলি বিভিন্ন প্রকারের প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত হয়ে পড়ছে। যেমন বর্তমানে স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে জোর চর্চা চলছে, যেখানে সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে স্যাটেলাইটের মাধ্যমে কল বা মেসেজ করা সম্ভব। কিছুদিন আগে Honor -এর জেনারেল ম্যানেজার লি কুন (Li Kun), ‘২০২৩ ডিজিটাল ইকোসিস্টেম স্যাটেলাইট মোবাইল কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট’ ফোরামে তাদের স্ব-উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তির উপর কাজ করার কথা প্রকাশ্যে আনেন। পরবর্তীতে, এই নয়া প্রযুক্তির উপর কাজ বেশ ভালো গতিতেই অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।

Honor -এর সেলফ-ডেভলপড স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজির সাথে আসতে পারে Magic 6 সিরিজ

লি কুন সম্প্রতি জানিয়েছেন যে, অনর স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি তৈরীর ক্ষেত্রে – অ্যান্টেনার আকার, ভয়েস কলের সময়সীমা এবং সামগ্রিক কমিউনিকেশন অভিজ্ঞতার মতো প্রধান তিনটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে সমর্থ হয়েছে। যার ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন তথা স্থিতিশীল স্যাটেলাইট সংযোগ উপভোগ করতে পারবেন। এর সাথে আসা অ্যান্টেনা আকারে খুবই ছোট হবে, কিন্তু নেটওয়ার্ক ক্যাপচার করতে যথেষ্টই পারদর্শী হবে।

প্রসঙ্গত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি লেটেস্ট পোস্টে দাবি করেছেন যে, অনর তাদের এই নতুন স্যাটেলাইট ভিত্তিক কমিউনিকেশন সিস্টেমটি আসন্ন অনর ম্যাজিক ৬ (Honor Magic 6) স্মার্টফোন সিরিজে ব্যবহার করতে পারে। এই লাইনআপটি আগামী বছরের প্রথমার্ধে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। ফলে এই স্যাটেলাইট প্রযুক্তি আগামী কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠানিকভাবে চালু করে দেওয়ার সম্ভাবনা আছে।

নতুন আর কোন কোন প্রযুক্তি / ফিচার নিয়ে কাজ করছে Honor?

নয়া প্রযুক্তি নিয়ে যখন কথা হচ্ছেই, তখন অনরের আরো কয়েকটি আপকামিং প্রজেক্টের প্রসঙ্গ না টানলেই নয়! অনরের সিইও ঝাও মিং (Zhao Ming) হালফিলে, কাস্টম স্কিন ম্যাজিকওএস -এর সাথে সংস্থার এআই (AI) মডেলের একীকরণের কথা প্রকাশ্যে এনেছেন। আবার সংস্থার তরফ থেকে সম্প্রতি, কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত অন-ডিভাইস LLM (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) টিজ করা হয়েছে। জানিয়ে রাখি, ব্যবহারকারীদের আরো দ্রুত এবং নির্ভরযোগ্য ফলাফল প্রদানের জন্য এই LLM – ফটো, কন্টাক্টস, ভিডিও সহ ডিভাইসে সেভ থাকা সমস্ত ডেটা প্রসেস করবে।