এক দিকে ডিজেল, অন্য দিকে ইলেকট্রিক, দুই ভিন্ন এসইউভির অভিষেকের অপেক্ষায় Mahindra

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) ভারতে তাদের একজোড়া এসইউভি (SUV) গাড়ি লঞ্চ করতে চলেছে। এগুলি হল – Bolero Neo Plus এবং XUV400 EV। এদের মধ্যে প্রথমটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে সংস্থা। দ্বিতীয়টির ক্ষেত্রে তা জানুয়ারি ২০২৩ এ জানানো হবে। এদিকে বৈদ্যুতিক মডেল Mahindra XUV400 EV নতুন বছরের প্রথম মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা অটো এক্সপো-তে আত্মপ্রকাশ করবে। আসুন মডেল দুটির সম্ভাব্য দাম এবং খুঁটিনাটি সম্পর্কে জেনে নিই।

Mahindra Bolero Neo Plus

রিপোর্টের দাবি নতুন মাহিন্দ্রা বোলেরো নিও প্লাস-এ অফ-রোড এসইউভি Thar-এর ২.২ লিটার m-Hawk ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হবে। তবে আউটপুট নতুন ভাবে টিউন করা হতে পারে। এতে ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্সের বিকল্প রাখা হতে পারে। পাওয়ার এবং ড্রাইভ মোড উপলব্ধ থাকবে। P4 ও P10 – এই দুই ভ্যারিয়েন্টে আসবে গাড়িটি।

এছাড়া ৪টি আসন এবং রোগীর বেড সমেট একটি অ্যাম্বুলেন্স মডেল আনা হবে। গাড়িটি ৭ এবং ৯ আসন সংখ্যার বিকল্পে বেছে নেওয়া যাবে। এটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ৪,৪০০ মিমি, ১,৭৯৫ মিমি এবং ১,৮১২ মিমি। এর হুইলবেস ২,৬৮০ মিমি। গাড়িটির সম্ভাব্য মূল্য ১০-১২ লক্ষ টাকা।

Mahindra XUV400 EV

নতুন মাহিন্দ্রা এক্সইউভি৪০০ ইভি ইলেকট্রিক এসইউসি গাড়িটি তিনটি ভেরিয়েন্টের হাজির হতে পারে বলে সূত্রের খবর। যেগুলি হল – বেস, ইপি এবং ইএল। এতে একটি ৩৯.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের সাথে বৈদ্যুতিক মোটর থাকবে। যা থেকে ১৫০ বিএইচপি শক্তি এবং ৩১০ এনএম টর্ক উৎপন্ন হবে। ০-১০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ ৮.৩ সেকেন্ডে তুলতে সক্ষমতার কারণে XUV400 EV ভারতের দ্রুততম ইলেকট্রিক এসইওভি-র তকমা জিততে চলেছে।

গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৫০ কিলোমিটার। মাহিন্দ্রা দাবি করেছে তাদের এই আসন্ন ইলেকট্রিক এসইউভি মডেলটি সিঙ্গেল চার্জে ৪৫৬ কিলোমিটার রেঞ্জ অফার করবে। ব্যাটারি প্যাকটি ৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার, একটি ৭.২ কিলোওয়াট/৩২ অ্যাম্পিয়ার আউটলেট এবং ৩.৩ কিলোওয়াট/১৬ অ্যাম্পিয়ার পাওয়ার সকেট সাপোর্ট করবে। Mahindra XUV400 EV-এর আনুমানিক দাম ১৮-২৩ লক্ষ টাকা রাখা হতে পারে।