Apple iPad: বাজারে আসবে সস্তার আইপ্যাড, অ্যাপলের মাস্টারপ্ল্যানে অ্যান্ড্রয়েড ট্যাবের ছুটি

iPhone-এর বিক্রি বাড়লেও সম্প্রতি অ্যাপল (Apple) এর এর MacBook ল্যাপটপ এবং iPad ট্যাবলেটের চাহিদায় বেশ ভাটা পড়েছে। এই প্রসঙ্গে সম্প্রতি ব্লুমবার্গ-এর সাংবাদিক মার্ক গারম্যান জানিয়েছেন যে, অ্যাপল MacBook এবং iPad-এর বিক্রয় বাড়াবার চেষ্টা করছে। রিপোর্টে বলা হয়েছে যে মার্কিন সংস্থাটি আগামী বছরের মার্চ মাসে একটি করে রিফ্রেশড Mac এবং iPad লঞ্চের পরিকল্পনা করছে৷ নতুন আইপ্যাডে Apple MacBook-এর সাথে আত্মপ্রকাশ করা M3 চিপ থাকতে পারে৷ আর এখন, আরেকটি রিপোর্ট থেকে জানা গেছে যে অ্যাপল ২০২৪ সালে কম মূল্যের iPad লঞ্চ করার পরিকল্পনা করছে এবং এর প্রোডাকশন রিসোর্সগুলি ভিয়েতনামে স্থানান্তরিত করছে।

Apple iPad-এর ইঞ্জিনিয়ারিং রিসোর্স ভিয়েতনামে স্থানান্তর করতে চলেছে

চীনের পর ভিয়েতনাম ইলেকট্রনিক দ্রব্যের অন্যতম উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। স্যামসাং (Samsung) এবং অন্যান্য ব্র্যান্ড ভিয়েতনাম থেকে বিশ্বের অন্যান্য অংশে পণ্য রপ্তানি করে। কোভিড-১৯ অতিমারির পর, অ্যাপল চীনের বাইরের অন্যান্য অঞ্চলে ম্যানুফ্যাকচারিং হাব করতে উদ্যোগী হয়ে উঠেছে। আর তাই এটা স্পষ্ট যে কেন মার্কিন সংস্থাটি অন্যান্য দেশে তাদের রিসোর্স স্থানান্তর করছে। নিক্কেই এশিয়া দাবি করেছে, অ্যাপল ভিয়েতনামে আইপ্যাডের জন্য আরও প্রোডাকশন রিসোর্স বরাদ্দ করার কথা ভাবছে, বিশেষ করে নতুন পণ্যের জন্য।

রিপোর্টে বলা হয়েছে যে, চীন-ভিত্তিক বিওয়াইডি (BYD) হল অন্যতম প্রধান আইপ্যাড নির্মাতা, যারা অ্যাপলের উৎপাদন সংস্থানগুলিকে ভিয়েতনামে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবং সম্ভবত আসন্ন কম দামের আইপ্যাড তারাই তৈরি করবে। অ্যাপল সম্ভবত আগামী বছরের দ্বিতীয়ার্ধে তাদের কম দামের আইপ্যাড লঞ্চ করবে।

তবে, ভিয়েতনামই একমাত্র দেশ নয় যেখানে অ্যাপল তাদের ম্যানুফ্যাকচারিং ফুটপ্রিন্ট প্রসারিত করতে চাইছে। অ্যাপল সম্প্রতি আইফোন তৈরির জন্য ভারতের টাটা গ্রুপ (Tata Group)-এর সাথে চুক্তি করেছে। টাটা গ্রুপ আইফোন তৈরির জন্য দেশে উইস্ট্রন (Wistron)-এর প্ল্যান্টটি অধিগ্রহণ করেছে।

কম দামের Apple iPad-এর সঠিক লঞ্চের টাইমলাইন এখনও অজানাই রয়েছে। অ্যাপল দশম-প্রজন্মের আইপ্যাডের ডিসপ্লে আসন্ন কমদামী আইপ্যাডে ব্যবহার করতে পারে। জানিয়ে রাখি, অ্যাপল তাদের দশম প্রজন্মের আইপ্যাডটি ৪৪৯ ডলার (আনুমানিক ৩৭,৫০০ টাকা) মূল্যে বিক্রি করে এবং স্বল্প-মূল্যের iPad প্রায় একই দাম সহ আত্মপ্রকাশ করতে পারে। অ্যাপল আসন্ন ট্যাবলেটে একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, দশম প্রজন্মের iPad-এ ১০.৯ ইঞ্চির লিকুইড রেটিনা এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ওলিওফোবিক কোটিং অফার করবে। ডিভাইসটিতে ৫ ন্যানোমিটারের প্রক্রিয়ায় নির্মিত Apple A14 বায়োনিক চিপসেটটি ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে এফ/১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে।