6000 টাকা সস্তা হল 200 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন, Honor Days সেলে দারুন সুযোগ

Honor 90 5G এখন ৩,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। পাশাপাশি, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড়ও উপভোগ করতে পারবেন

Honor ভারতে তাদের নতুন সেল Honor Days Sale এর ঘোষণা করল। এই সেল উপলক্ষে Amazon ইন্ডিয়ায় Honor 90 5G স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দামে। আগ্রহী ক্রেতারা আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত সেল চলাকালীন Amazon.in-এ এই স্মার্টফোনটি বিক্রি হবে দারুন সস্তায়। চলুন Honor 90 5G এর সাথে কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Honor 90 5G-এর অফার ও দাম

অ্যামাজনে অনর ৯০ ৫জি এখন ৩,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। পাশাপাশি, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড়ও উপভোগ করতে পারবেন।

এছাড়াও, এই ডিভাইসের সাথে ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধাও পাওয়া যাচ্ছে। আবার, নির্বাচিত ক্রেডিট কার্ড হোল্ডাররা বান্ডেল ডিলের অংশ হিসেবে এই স্মার্টফোনটির সাথে একটি ৩০ ওয়াটের টাইপ-সি চার্জারও পেয়ে যাবেন একদম বিনামূল্যে।

অনর ৯০ ৫জি ডিভাইসের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩১,৯৯৯ টাকা এবং ৩৩,৯৯৯ টাকা।

Honor 90 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

Honor 90 5G ফোনে আছে ৬.৭ ইঞ্চি কোয়াড কার্ভড ফ্লোটিং অ্যামোলেড ডিসপ্লে, যা ১.৫ কে রেজোলিউশন প্রদান করে। পাশাপাশি এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০ বিট কালার সাপোর্ট করে। আর কানেক্টিভিটি অপশন হিসেবে এতে ব্লুটুথ ৫.২ অন্তর্ভুক্ত করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এই মডেলে ৪ এনএম প্রক্রিয়ার সাথে তৈরি স্ন্যাপড্রাগন ৭ জেন ১ অ্যাক্সিলারেটেড অ্যাডিশন চিপসেট ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য Honor 90 5G ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এআই ভ্লগ ২.০ সহ ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও উপস্থিত। আর কানেক্টিভিটি বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।