Oppo ব্যবহারকারীদের জন্য সুখবর, এই পাঁচটি স্মার্টফোনে Android 13 আপডেট এল

গত আগস্ট মাসে গুগল (Google) তাদের অ্যান্ড্রয়েড  অপারেটিং সিস্টেমের নবতম সংস্করণ Android 13 উন্মোচন করার কয়েকদিনের মধ্যেই জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ওপ্পো (Oppo) ওই সফটওয়্যারের উপর নির্ভর করে ColorOS 13 লঞ্চ করে। এমনকি, অধিকাংশ ব্র্যান্ডের থেকে এগিয়ে, কোম্পানিটি তাদের বেশিরভাগ স্মার্টফোনে Android 13-ভিত্তিক স্টেবেল এবং বিটা বিল্ড রোল আউট করেছে। আর এখন, সংস্থাটি এশিয়ার পাঁচ দেশে Oppo Reno 8 Pro, Reno 5 Pro, A95, F19 Pro+ এবং Reno 6 Z – এই পাঁচটি হ্যান্ডসেটের জন্য ColorOS 13 বিটা প্রোগ্রাম চালুর ঘোষণা করেছে। 

ColorOS 13 Beta Program চালু হচ্ছে একাধিক Oppo ফোনে

ওপ্পোর কমিউনিটি ফোরামে সাম্প্রতিক পোস্ট অনুযায়ী, ওপ্পো রেনো ৮ প্রো (চীন), রেনো ৫ প্রো (পাকিস্তান), এ৯৫ (চীন), এফ ১৯ প্রো+ (ভারত) এবং রেনো ৬ জেড (থাইল্যান্ড)- এই স্মার্টফোনগুলির ব্যবহারকারীরা এখন কালারওএস ১৩ পাবলিক বিটা প্রোগ্রামে নিজেদের ডিভাইসকে নথিভুক্ত করতে পারবেন। যে সকল ব্যবহারকারীরা প্রোগ্রামে নথিভুক্ত হয়েছেন তারা স্টেবেল আপডেট রোল আউট হওয়ার আগে উল্লিখিত ডিভাইসগুলিতে অ্যান্ড্রয়েড ১৩ সফ্টওয়্যারের ওপর ভিত্তি করে কালারওএস ১৩ পরীক্ষা করতে পারবেন।

প্রসঙ্গত, বিটা প্রোগ্রামের জন্য আবেদন গতকাল (৭ নভেম্বর) থেকেই শুরু হয়ে গেছে এবং এই প্রোগ্রামে শুধুমাত্র ৫,০০০ ব্যবহারকারীই অংশগ্রহণ করতে পারবেন। কালারওএস ১৩ বিটা প্রোগ্রামে ডিভাইসের নাম নথিভুক্ত করতে চাইলে আগ্রহী ব্যবহারকারীদের, সেটিংসের অ্যাবাউট ডিভাইস অপশনে যেতে হবে, তারপর ওপরে কালারওএস সংস্করণ ব্যানারে ট্যাপ করতে হবে, নিম্নলিখিত পৃষ্ঠায় ট্রায়াল ভার্সন অপশনটি নির্বাচন করতে হবে এবং তারপরে আবেদন করার অন্যান্য নির্দেশাবলী অনুসরণ করতে হবে।

এটা লক্ষণীয় যে, Beta সংস্করণটি ColorOS 13-এর চূড়ান্ত সংস্করণ নয় এবং এটি ফোনে অস্থিরতা বা অসামঞ্জস্যতার সমস্যা সৃষ্টি করতে পারে। এর ফার্মওয়্যারে বেশ কিছু বাগ এবং সমস্যা থাকতে পারে যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করতে পারে। তাই প্রতিদিনের ব্যবহারের ডিভাইসে বিটা সফ্টওয়্যার ইনস্টল না করাই শ্রেয়। প্রসঙ্গত, ব্যবহারকারীরা ডেস্কটপে ‘ফিডব্যাক’ অ্যাপের মাধ্যমে বা গুগল ডায়ালার খুলে *#800# লিখে বাগ রিপোর্ট করতে পারেন।

উল্লেখ্য, ColorOS 13 আপডেট পূর্বের সফ্টওয়্যারের তুলনায় কিছু নতুন ফিচার এবং আপগ্রেড নিয়ে এসেছে। এটি একটি অ্যাকোয়ামরফিক ডিজাইন নিয়ে এসেছে এবং Android 13-এ গুগলের যোগ করা সমস্ত নতুন ফিচার অফার করে।