iQOO Neo 7 Pro ডুয়াল চিপ নিয়ে দেশে লঞ্চ হল, এবার গেম খেলুন মন খুলে, দাম বেশি নয়

দীর্ঘদিনের জল্পনার পর iQOO Neo 7 Pro অবশেষে আজ (৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে পা রেখেছে। এই হাই-এন্ড স্মার্টফোনটি অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে নবাগত iQOO Neo 7 Pro-এর মূল্য, ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে iQOO Neo 7 Pro-এর মূল্য এবং লভ্যতা

আইকো নিও ৭ প্রো-এর ৮ জিবি র‍্যাম+ ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও এর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩৭,৯৯৯ টাকা। অ্যামাজনে প্রাইম ডে সেলের সময়, অর্থাৎ ১৫ জুলাই থেকে এই ডিভাইসটি বিক্রির জন্য উপলব্ধ হবে। ক্রেতারা আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক এবং এসবিআই (SBI) ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে উভয় মডেলের ওপর ইনস্ট্যান্ট ২,০০০ ছাড় পেতে পারেন। আর প্রাথমিক ক্রেতাদের জন্য ফ্ল্যাট ১,০০০ টাকার ছাড়ও রয়েছে৷ সুতরাং, ব্যাঙ্ক অফার এবং ছাড়ের সাথে আইকো নিও ৭ প্রো-এর দাম মাত্র ৩১,৯৯৯ টাকায় নামিয়ে আনা যাবে।

iQOO Neo 7 Pro: ডিজাইন এবং কালার অপশন

আইকো নিও ৭ প্রো-এর ডিজাইনটি অনেকটা চীনা মার্কেটে উপলব্ধ আইকো নিও ৭ রেসিং এডিশন হ্যান্ডসেটের অনুরূপ। এটি একটি কার্ভড ব্যাক প্যানেলের সাথে এসেছে, যার ওপরে বাম কোণায় একটি বড় আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে। আর এই মডিউলটির মধ্যে তিনটি ইমেজ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে।

জানিয়ে রাখি, এদেশের বাজারে আইকো নিও ৭ প্রো দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং এই দুই সংস্করণের রিয়ার প্যানেলে ভিন্ন উপাদান রয়েছে। প্রথমটি হল ডার্ক স্টর্ম মডেল, যার রিয়ার শেলে এজি (AG) গ্লাসের স্তর রয়েছে। আর দ্বিতীয়টি হল ফিয়ারলেস ফ্লেম ভ্যারিয়েন্ট, যাতে ফেক লেদার ব্যাক দেখা যায়। লেদার ফিনিশ নতুন নিও ৭ প্রো-কে একটি প্রিমিয়াম লুক দিয়েছে।

iQOO Neo 7 Pro: স্পেসিফিকেশন

iQOO Neo 7 Pro-এ লম্বা ৬.৭৮ ইঞ্চির ই৫ অ্যামোলেড (E5 AMOLED) ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এই প্যানেলে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউট অবস্থান করছে। স্ক্রিনটি ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আকর্ষণীয় ১,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। Neo 7 Pro-এ গেমিং এবং অন্যান্য অ্যাক্টিভিটির জন্য ডিসপ্লে অপ্টিমাইজেশন করতে একটি ডেডিকেটেড চিপও রয়েছে।

উন্নত পারফরম্যান্সের জন্য, ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এই চিপটি বর্তমানে সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোনগুলিতে খুব জনপ্রিয় হয়েছে, যেগুলি এই বছর প্রতিযোগিতামূলক প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে। প্রসেসরটি মাত্র এক বছরের পুরনো, ফলে এখনও যথেষ্ট ভালো পারফরম্যান্স অফার করতে পারে। স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ দ্বারা চালিত ফোনগুলি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক টেস্টে ১.৩ মিলিয়ন বা ১৩ লক্ষ পয়েন্টেরও বেশি স্কোর অর্জন করতে সমর্থ হয়েছে

জানা গেছে, iQOO Neo 7 Pro-এ এই চিপসেটটিকে অন্য একটি স্বতন্ত্র গেমিং চিপের সাথে যুক্ত করা হবে যা একটি মসৃণ গেমপ্লে এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে গেমিং পারফরম্যান্সকে অপ্টিমাইজ করতে সাহায্য করবে। Neo 7 Pro-এ সর্বাধিক ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 7 Pro-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জিএন৫ প্রাইমারি ইমেজ সেন্সর উপস্থিত রয়েছে, যা একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্সের যুক্ত। অন্যদিকে, ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, একটি বড় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি iQOO Neo 7 Pro-কে শক্তি যোগায় এবং এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এই চার্জিং প্রযুক্তির সাহায্যে মাত্র ৮ মিনিটে ব্যাটারিটির ৫০ শতাংশ চার্জ পূর্ণ করা সম্ভব। এছাড়াও উন্নত হিট ডিসিপেশনের জন্য ডিভাইসটিতে একটি ভিসি কুলিং সিস্টেম রয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Neo 7 Pro অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) ইউজার ইন্টারফেসে রান করে।