Samsung Galaxy S21 FE এর ক্যামেরার বৈশিষ্ট্য ও চূড়ান্ত দাম ফাঁস হল

সত্যি কথা বলতে, Samsung Galaxy S21 FE নিয়ে নতুন করে কিছুই বলার নেই। কারণ, স্যামসাংয়ের আসন্ন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে বিগত কয়েকমাস ধরেই তথ্যের আগাগোনা লেগেই রয়েছে। এটি ৫ জানুয়ারি লঞ্চ হবে বলেই খবর। Samsung Galaxy S21 FE স্পেসিফিকেশন, ফিচার, ডিজাইন, দাম, প্রায় সবকিছুই পাঠকদের নখদর্পনে। আবার একটি নতুন রিপোর্টে ডিভাইসটির প্রতিটি ভ্যারিয়েন্টের দাম এবং বিস্তারিত ভাবে স্পেসিফিকেশনগুলি উল্লেখ করা হয়েছে।

WinFuture.de (PhoneArena-র মাধ্যমে) এর রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S21 FE এর ৬ জিবি র‌্যাম / ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম / ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৪৯ l ডলার (প্রায় ৫৬,৯৫১ টাকা) এবং ৮১৯ ডলার (প্রায় ৬৩,০৩৪ টাকা)। যদিও লঞ্চের সময় স্যামসাং মূল্য পরিবর্তন করবে বলেই ধরে নেওয়া যায়।

রিপোর্টে আরও বলা হয়েছে, Samsung Galaxy S21 FE এর এর ডিসপ্লের দৈর্ঘ্য ৬.৪ ইঞ্চি এবং পরিমাপ ১৫৫.৭ x ৭৪.৫ x৭.৯ মিমি। অর্থাৎ এটি গত বছরের Samsung Galaxy S20 FE (১৫৯.৮x৭৪.৫x৮.৪ মিমি) এর তুলনায় হাতে ধরতে আরও সুবিধাজনক হবে। স্মার্টফোনটির ক্যামেরা সেটআপের সম্পূর্ণ স্পেসিফিকেশনগুলি নীচে দেওয়া হল

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ক্যামেরা (Samsung Galaxy S21 FE Camera)

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই এর ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ।

মেইন ক্যামেরা – ১২ মেগাপিক্সেল (ওআইএস, ডুয়াল পিডিএএফ), এফ/১.৮ অ্যাপারচার, ২৬ মিমি ফোকাল লেংথ, ১/১.৭৬”, ১.৮ মাইক্রন পিক্সেল সাইজ।

টেলিফটো ক্যামেরা – ৮ মেগাপিক্সেল (ওআইএস, পিডিএএফ), ৩.০x অপটিক্যাল জুম, এফ/২.৪ অ্যাপারচার, ৭৬ মিমি ফোকাল লেংথ, ১/৪.৪” সেন্সর সাইজ, ১ মাইক্রন পিক্সেল সাইজ।

আল্ট্রাওয়াইড লেন্স – ১২ মেগাপিক্সেল, এফ/২.৪ অ্যাপারচার, ১৩ মিমি ফোকাল লেংথ, ১/৩” সেন্সর সাইজ, ১.১২ মাইক্রন পিক্সেল সাইজ।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই অন্যান্য স্পেসিফিকেশনস (Samsung Galaxy S21 FE Other Specifications)

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফএই ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ (১,০৮০× ২৩৪০ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে পেতে পারে। কোন দেশে লঞ্চ হবে তার উপর ভিত্তি করে এতে কোয়ালকমে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর অথবা এক্সিনোস ২১০০ প্রসেসর থাকবে। সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফএই।

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই এর সামনে ৩২ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা থাকতে পারে। এছাড়া ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।