বৈদ্যুতিক গাড়িতে অনীহা? এই তিন CNG গাড়ি দেখতে পারেন, ভরপুর মাইলেজ, দামও কম

পেট্রোল ও ডিজেলের ছ্যাঁকা ধরানো মূল্য থেকে নিষ্কৃতি পেতে ইদানিং বহু মানুষ বিকল্প জ্বালানির যানবাহন কিনছেন। যার মধ্যে অন্যতম কমপ্রেস্ড ন্যাচেরাল গ্যাস বা সিএনজি দ্বারা চালিত গাড়ি। এছাড়াও অপ্রচলিত শক্তির মধ্যে রয়েছে বায়ো ফুয়েল এবং বৈদ্যুতিক গাড়ি। তবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিএনজি চালিত গাড়ি। যার নাম শুনলে অনেকেই এগুলির উচ্চমূল্য মনে করে মুখ ফিরিয়ে নেয়। তাই এই ভ্রান্ত ধারণা কাটাতে আজকের প্রতিবেদনে ১০ লাখের নিচে তিন সেরা সিএনজি গাড়ির হদিস রইল।

Hyundai Exter CNG
ARAI মাইলেজ – ২৭.১ কিমি/কেজি

হুন্ডাই সম্প্রতি ভারতের তাদের সাব-কম্প্যাক্ট এসইউভি Exter লঞ্চ করেছে। এটি বাই-ফুয়েল সিএনজি অপশনে উপলব্ধ। Exter CNG-এর দাম ৮.২৪ লক্ষ থেকে ৮.৯৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এতে রয়েছে একটি ১.২ লিটার বাই-ফুয়েল পেট্রোল ইঞ্জিন। এর সিএনজি ভার্সনে ৬৮ বিএইচপি শক্তি এবং ৯৫ এনএম টর্ক আউটপুট মেলে। এতে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার উপলব্ধ।

Maruti Suzuki Fronx CNG
ARAI মাইলেজ – ২৮.৫১ কিমি/কেজি

Maruti Suzuki Fronx পেট্রোলের পর সিএনজি ভার্সনেও হাজির হয়েছে। গাড়িটির বাজার মূল্য ৮.৪২ লক্ষ থেকে ৯.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ১.২ লিটার, ন্যাচারালি অ্যাস্পিরেটেড, বাই ফুয়েল পেট্রোল ইঞ্জিন থেকে সিএনজি ভার্সনে ৭৬.৫ বিএইচপি শক্তি এবং ৯৮.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে পাঁচ গতির ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে।

Maruti Suzuki Brezza CNG
ARAI মাইলেজ – ২৫.৫১ কিমি/কেজি

Maruti Suzuki Brezza S-CNG একটি ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড, বাই-ফুয়েল পেট্রোল ইঞ্জিনে ছোটে। সিএনজি মোডে এই মোটর থেকে ৮৬.৭ বিএইচপি শক্তি এবং ১২১ এনএম টর্ক পাওয়া যায়। ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স সহ এসেছে গাড়িটি। এর মূল্য ৯.২৪ লক্ষ থেকে ১২.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।