স্টাইলিস ডিজাইনের প্রিমিয়াম স্মার্টওয়াচ খোঁজ করেছেন? Garmin Forerunner 965 ও Forerunner 265 বাজারে হাজির

ভারতীয় বাজারে Garmin Forerunner 965 স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ৬৭,৪৯০ টাকা এবং এটি ব্ল্যাক ও ইয়েলো কালারে উপলব্ধ। পাশাপাশি Forerunner 265 স্মার্টওয়াচটি পাওয়া যাবে ৫০,৪৯০ টাকা মূল্যে

ভারতে লঞ্চ হল Garmin ব্র্যান্ডের নতুন দুটি স্মার্টওয়াচ। Forerunner সিরিজের অন্তর্গত এই দুটি স্মার্টওয়াচের নাম যথাক্রমে Garmin Forerunner 965 এবং Forerunner 265। উভয় মডেলই প্রিমিয়াম স্পেসিফিকেশন এবং ফিচারসহ এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ঘড়ি দুটির ডিজাইন, একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড, ইনবিল্ট জিপিএস এবং শক্তিশালী পাওয়ার ব্যাকআপ। চলুন দেখে নেওয়া যাক নতুন Garmin Forerunner 965 এবং Forerunner 265 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Garmin Forerunner 965 এবং Forerunner 265 -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Garmin Forerunner 965 স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ৬৭,৪৯০ টাকা এবং এটি ব্ল্যাক ও ইয়েলো কালারে উপলব্ধ। পাশাপাশি Forerunner 265 স্মার্টওয়াচটি পাওয়া যাবে ৫০,৪৯০ টাকা মূল্যে, যা ব্ল্যাক ও অ্যাকোয়া কালার অপশনে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, উভয় ওয়্যারেবল বর্তমানে বিভিন্ন জনপ্রিয় ই-কমার্স সাইট এবং সংস্থার অফলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে।

Garmin Forerunner 965 এবং Forerunner 265 -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Garmin Forerunner 965 এবং Forerunner 265 স্মার্টওয়াচটি গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। এর মধ্যে প্রথমটির ওপর রয়েছে গরিলা গ্লাস ৩ ডিএক্স এবং দ্বিতীয়টির ওপর গরিলা গ্লাস ৪ ডিএক্স- এর আচ্ছাদন। আবার প্রথম স্মার্টওয়াচটি অর্থাৎ Garmin Forerunner 965, ৪৫৪x ৪৫৪ পিক্সেল রেজোলিউশনের ১.৪ ইঞ্চি স্ক্রিন সহ এসেছে। আর দ্বিতীয়টিতে রয়েছে ৪১৬x৪১৬ পিক্সেল রেজোলিউশন যুক্ত ১.৩ ইঞ্চি স্ক্রিন। আর উভয় স্মার্টওয়াচেরই ডান ধারে একটি ফিজিক্যাল বাটন উপস্থিত। এছাড়া Garmin Forerunner 965 স্মার্টওয়াচের চারধারে হালকা ওজনের টাইটেনিয়াম বেজেল বর্তমান।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে বলতে গেলে ঘড়ি দুটিতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, VO2 ম্যাক্স, ওমেন্স হেলথ ট্র্যাকার, বডি ব্যাটারি এনার্জি মনিটর, স্লিপ ও স্ট্রেস ট্র্যাকার। সেই সঙ্গে ঘড়ি দুটিতে মিলবে একাধিক ফিটনেস ফিচারের সুবিধা। এর মধ্যে থাকছে রেডিনেস স্কোর, রিকভারি টাইম, লোড রেশিও, ট্রেনিং এফেক্ট এবং পারফরম্যান্স কন্ডিশন। আবার ওয়্যারেবল দুটি একাধিক স্পোর্টস মোড সাপোর্ট সহ এসেছে।

শুধু তাই নয়! নতুন এই সিরিজের দুটি স্মার্টওয়াচে ইনবিল্ট জিপিএস বর্তমান। আবার গান ডাউনলোড করে রাখার জন্য Garmin Forerunner 965 স্মার্টওয়াচে ৩২ জিবি এবং Forerunner 265 মডেলে ৮ জিবি অনবোর্ড স্টোরেজ উপলব্ধ। আর ঘড়িগুলির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য গার্মেন্টস পে, স্মার্ট নোটিফিকেশন, লাইভ ট্র্যাকিং ইত্যাদি।

এবার আসা যাক Garmin Forerunner 965 এবং Forerunner 265 স্মার্টওয়াচ দুটির ব্যাটারি প্রসঙ্গে। প্রথমটি একবার চার্জে ২৩ দিন পর্যন্ত এবং দ্বিতীয় স্মার্টওয়াচটি একবার চার্জে ১৩ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।