Realme GT Neo 5 SE 5G জবরদস্ত ফিচার সহ লঞ্চ হল, 144Hz ডিসপ্লে সহ রয়েছে 100W চার্জিং সাপোর্ট

Realme GT Neo 5 SE 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলটির দাম থাকছে ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা)

Realme আজ অর্থাৎ ৩রা এপ্রিল তাদের হোম-মার্কেটে GT-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল, যার নাম Realme GT Neo 5 SE 5G। এটি প্রিমিয়াম GT Neo 5 5G মডেলের ড্রপ-ডাউন ভার্সন হিসাবে এসেছে, যা চলতি বছরের শুরুতে GT 3 5G হিসাবে লঞ্চ হয়েছিল। ফিচারের কথা বললে, আলোচ্য ডিভাইস নতুন Qualcomm Snapdragon 7+ Gen 2 চিপসেটের সাথে এসেছে। এছাড়া এতে – ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের 1.5K ডিসপ্লে প্যানেল, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, সর্বোচ্চ ১ টেরাবাইট রম, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি রয়েছে। চলুন Realme GT Neo 5 SE 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

রিয়েলমি জিটি নিও ৫ এসই ৫জি -এর স্পেসিফিকেশন (Realme GT Neo 5 SE 5G Specifications)

রিয়েলমি জিটি নিও ৫ এসই ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭৪-ইঞ্চির ১.৫কে (২৭৭২x১২৪০ পিক্সেল) AMOLED ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন হোল-পাঞ্চ স্টাইলের এবং এটি ১০-বিট কালার, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৯৩.৬৯% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ২১৬০ হার্টজ PWM ডিমিং টেকনোলজি সমর্থন করে। উন্নত পারফরম্যান্সের জন্য ডিভাইসটি সর্বোচ্চ ২.৯১ গিগাহার্টজ ক্লক স্পিড এবং ৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক নয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর সহ এসেছে। এতে ১৬ জিবি LPDDR5X র‌্যাম এবং ১ টেরাবাইট UFS 3.1 স্টোরেজ মিলবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে Realme GT Neo 5 SE 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

ক্যামেরা বিভাগের কথা বললে, রিয়েলমির নিয়ে আসা এই ৫জি-এনাবল হ্যান্ডসেটের পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Realme GT Neo 5 SE 5G স্মার্টফোনে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩১মিনিটে ডিভাইসকে ১০০% চার্জ করার ক্ষমতা রাখে। এক্ষেত্রে জানিয়ে রাখি, পূর্বসূরি GT Neo 5 5G স্মার্টফোনের থেকে বড় ব্যাটারি সহ এসেছে ‘SE’ মডেলটি৷ আবার সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এআই ফেস আনলক ফিচারের সমর্থন মিলবে। ফোনটির ওজন প্রায় ১৯৩ গ্রাম।

রিয়েলমি জিটি নিও ৫ এসই ৫জি -এর দাম (Realme GT Neo 5 SE 5G Price)

রিয়েলমি জিটি নিও ৫ এসই ৫জি স্মার্টফোনকে একাধিক স্টোরেজ কনফিগারেশন সহ লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলটির দাম থাকছে ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা)। এছাড়া ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১৬ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ বিকল্পগুলির দাম যথাক্রমে ২১৯৯ ইউয়ান (প্রায় ২৬,৩০০ টাকা), ২২৯৯ ইউয়ান (প্রায় ২৭,৫০০ টাকা) এবং ২৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,১০০ টাকা) রাখা হয়েছে। এটি মোট দুটি কালার ভ্যারিয়েন্টের সাথে এসেছে, যথা – ফাইনাল ফ্যান্টাসি এবং শ্যাডো ব্ল্যাক।

লভ্যতার কথা বললে, আলোচ্য ৫জি কানেক্টিভিটির ফোনটি আপাতত চীনে আত্মপ্রকাশ করেছে। তবে এই মাসে ভারতে এটি লঞ্চ হবে কিনা তা অজানা। এক্ষেত্রে ভারতে ফোনটির দাম শুরু হতে পারে ৩০,০০০ টাকা থেকে।