Honor Play 5 ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, জানুন দাম

Honor Play 5 প্রত্যাশামতোই আজ চীনে লঞ্চ হল। এইফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০০ইউ প্রসেসর সহ এসেছে। আবার এতে পাওয়া যাবে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৮০০ এমএএইচ ব্যাটারি। ফোনটিকে হালকা ও পাতলা রাখার জন্য সম্ভবত কম ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া অনার প্লে ৫ ফোনে রয়েছে OLED ডিসপ্লে ও কোয়াড রিয়ার ক্যামেরা। আসুন এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Honor Play 5 এর দাম

অনার প্লে ৫ এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২,০৯৯ ইউয়ান, যা প্রায় ২৩,৮৩০ টাকার সমান। আবার এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ২,২৯৯ ইউয়ান, যা প্রায় ২৬,১০০ টাকা। ফোনটি গ্রেডিয়েন্ট, পার্পেল এবং ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Honor Play 5 এর স্পেসিফিকেশন

অনার প্লে ৫ ফোনে আছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x২৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অবস্থিত। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০০ইউ প্রসেসর। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4x) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.1) সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Honor Play 5 ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ ডেপ্থ সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ম্যাজিক ইউআই ৪.০ ওএস-এ চলে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যার সাথে ৬৬ ওয়াট র‌্যাপিড চার্জি সাপোর্ট করবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি-সি, এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন