দৈনিক মাত্র 3 টাকা খরচ, এই সস্তা রিচার্জে পাবেন কলিং, ডেটার মত সমস্ত বেনিফিটই

সেকেন্ডারি কানেকশন হিসেবে বেছে নিন BSNL-এর সিম, নম্বর সচল রাখতে বেশি দাম দিয়ে রিচার্জ করতে হবেনা।

BSNL 107 plan: বর্তমান সময়ে টেলিকম কোম্পানিগুলি এতই বৃদ্ধি করেছে যে, রিচার্জের খরচ অত্যধিক খরচ এড়াতে একসাথে দুটি মোবাইল নম্বর ব্যবহার করার পাঠ ভুলছেন অধিকাংশই। বলতে গেলে, একটি সিম সবসময় ব্যবহার করে অন্যটি কেবল সচল রাখার জন্য নামমাত্র রিচার্জ করার দিন আর নেই! তবে আপনার কাছে যদি বিএসএনএল মানে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL or Bharat Sanchar Nigam Limited)-এর একটি কানেকশন থাকে, সেক্ষেত্রে ব্যাপারটা অন্য! আসলে, এই 5G-র জমানায় 4G চালু করে উঠতে না পারলেও এবং পরিষেবা নিয়ে নানা অভিযোগ উঠলেও, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL প্রচুর সস্তা রিচার্জ প্ল্যান অফার করে। তাই আপনি যদি এই কোম্পানির সিম সেকেন্ডারি অর্থাৎ বিকল্প নম্বরের জন্য ব্যবহার করেন, তাহলে দুটি নম্বর ব্যবহারের জন্য মোটা টাকা খরচ না করলেও চলবে। যেমন বর্তমানে BSNL-এর পোর্টফোলিওতে ১০০ টাকার কাছাকাছি একটি প্ল্যান আছে, যাতে এক মাসের বেশি বৈধতায় ডেটা-কলিং বেনিফিট পাওয়া যায়। এর সাথে আছে ফ্রি সাবস্ক্রিপশনের অ্যাক্সেসও। তাই আপনি সস্তায় রিচার্জ করতে চাইলে এই প্ল্যানটি বেছে নিতেই পারেন। নিচে BSNL-এর এই প্ল্যানের সুবিধা বিস্তারিতভাবে আলোচনা করা হল।

মাত্র ১০৭ টাকায় এইসব বেনিফিট দিচ্ছে BSNL

আজ আমরা বিএসএনএলের যে প্ল্যানটির কথা বলব, তার দাম মাত্র ১০৭ টাকা। এই প্ল্যানটির দিনপিছু গড় খরচ মাত্র ৩ টাকা। তবে শুধু সস্তা নয়, এই প্ল্যানে প্রয়োজনে ডেটা ব্যবহার, কল করা ইত্যাদি সুবিধাও মিলবে।

আগেই বলেছি ১০৭ টাকার বিএসএনএল প্ল্যানটির ভ্যালিডিটি ৩৫ দিন। সেক্ষেত্রে এটি রিচার্জ করলে ২০০ মিনিট ফ্রি ভয়েস কলিং (লোকাল/এসটিডি/রোমিং) পাওয়া যাবে। এছাড়াও এতে থাকবে মোট ৩ জিবি ডেটা। মানে বিকল্প হিসেবে বিএসএনএল সিম ব্যবহার করলেও, আপনার হঠাৎ দরকারে কল/ডেটার জোগান দেবে এই প্ল্যান। এছাড়াও এতে বিনামূল্যে বিএসএনএল টিউন সেট করার সুবিধা উপলব্ধ।

তবে মনে রাখবেন যে, এই বিএসএনএল প্ল্যানের সাথে কিন্তু এসএমএসের সুবিধা উপলব্ধ নেই। আর এর প্রদত্ত ডেটা বেনিফিট একবার শেষ হয়ে গেলে, ইউজাররা কোনোভাবেই ইন্টারনেট কানেক্টিভিটি কাজে লাগাতে পারবেননা।