আধার কাটিয়ে আলো ফিরছে গাড়ি শিল্পে, অক্টোবরে বাইক-স্কুটারের বিক্রি 20% বাড়ল

২০২২-এর অক্টোবরের তুলনায় গত মাসে দেশে দু’চাকা গাড়ি বিক্রিতে লক্ষ্য করা গিয়েছে বিপুল জোয়ার। ২০২৩-এর অক্টোবরে ভারতে টু-হুইলার বিক্রি হয়েছে ১৮,৯৫,৭৯৯ ইউনিট। ঠিক এক বছর আগে সংখ্যাটি ছিল ১৫,৭৮,৩৮৩। ফলে বারো মাসের ব্যবধানে চাহিদা ২০.১% বেড়েছে। গত মাসে ২,৯১,২৭৬টি টু হুইলার বাইরে রপ্তানি করেছে সংস্থাগুলি, আগের বছরের ওই সময়ের তুলনায় যা ১.৩% বেশি।

উৎসবের মরসুমে দু’চাকা গাড়ির বিক্রি বাড়ল

বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি দু’চাকা গাড়ির বিক্রি করে শীর্ষে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। তাদের ৫,৫৯,৭৬৬টি মডেল বিক্রি হয়েছে। যেখানে এক বছর আগে সংখ্যাটি ছিল ৪,৪২,৮২৫ ইউনিট। ফলে সংস্থার বিক্রিতে ২৬.৪% অগ্রগতি এসেছে। আবার রপ্তানি ২৮.৯% বেড়ে অক্টোবর মাসে ১৫,১৬৪ ইউনিটে পৌঁছেছে।

হিরো মোটোকর্প-এর পরেই হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। গত মাসে সংস্থাটির ৪,৬২,৭৪৭টি বাইক এবং স্কুটার বিক্রি হয়েছে। ফলে ২০২২-এর অক্টোবরের তুলনায় বিক্রি ৮.৬% বেড়েছে। তৃৃতীয় স্থানে থাকা TVS অক্টোবর মাসে বিক্রি করেছে ৩,৪৪,৯৫৭ ইউনিট টু-হুইলার। যা গত বছর একই সময়ের তুলনায় ২৫% বেশি। উল্লেখযোগ্য বিষয় হল, হোন্ডা বা টিভিএস, উভয় সংস্থার রপ্তানি ইতিবাচক হারে বেড়েছে।

বিক্রির নিরিখে চতুর্থ স্থান দখল করেছে বাজাজ (Bajaj)। গত মাসে সংস্থা ২,৭৪,৯১১টি দু’চাকা গাড়ি বেচেছে। রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিয়ে পঞ্চম স্থানে সুজুকির (Suzuki) নাম। জাপানি সংস্থাটির ৮৪,৩০২টি টু-হুইলার বিক্রি হয়েছে।। অন্যদিকে, ইলেকট্রিক স্কুটার বিক্রির নিরিখে শীর্ষে ওলা (Ola)৷ দশেরা ও নবরাত্রির পুণ্য তিথি তাদের বিক্রিতে জোয়ার এসেছে। বৈদ্যুতিক স্কুটার মার্কেটে ৩৫% শেয়ার দখলে রেখেছে তারা। গত মাসে ২৪,০০০টি ই-স্কুটার বিক্রি করেছে।