কামাল করল Ola, দেশের টপ টেন স্কুটারের তালিকায় এবার ইলেকট্রিক মডেলও!
এ যেন কড়ায়-গণ্ডায় সমস্ত হিসেব বুঝে নেওয়া। ভারতে ২০২১-এর মে মাস স্কুটারের বিক্রি যতটা হতাশ করেছিল সংস্থাগুলিকে, ২০২২-এর মে তার সমগ্র চিত্র বদলে দিয়েছে। যা অবিশ্বাস্যও বটে। গত বছরের মে মাসের তুলনায় প্রতিটি স্কুটারের বিক্রি বেড়েছে বিপুল হারে। অন্যান্যবারের মতো এবারও দেশের সর্বাধিক বিক্রিত স্কুটারের তালিকার শীর্ষস্থানে Honda Activa। পরিসংখ্যান বলছে গত মোট ১,৪৯,৪৭০টি অ্যাক্টিভা বিক্রি করেছে হোন্ডা। ২০২১-এর মে মাসে এই সংখ্যাটি ছিল মাত্র ১৭,০০৬টি। ফলে গতবারের ওই সময়ের তুলনায় গেল মাসে ৭৭৮.৯৩% বিক্রিতে উত্থান এসেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে TVS Jupiter। গত মাসে মোট ৫৯,৬১৩ ইউনিট জুপিটার বেচাকেনা হয়েছে। মে’তে ৩৫,৭০৯ ইউনিট বিক্রির ফলে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে Suzuki Access। চতুর্থ স্থানের অংশীদার TVS Ntorq। মে মাসে মোট ২৬,০০৫ জন নতুন ক্রেতার খোঁজ পেয়েছে স্কুটারটি। তালিকার পাঁচ নম্বর স্থান দখল করেছে Honda Dio। গত মাসে মোট ২০,৪৯৭টি ডিও বিক্রি করতে পেরেছে হোন্ডা।
ষষ্ঠ স্থানে Hero Pleasure। এ বছরের মে’তে মোট ১৮,৫৩১ জন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে স্কুটারটি। সাত নম্বরে রয়েছে Suzuki Burgman Street। গত মাসে এদেশে মোট ১২,৯৯০ ইউটির বার্গম্যান বিক্রি হয়েছে। অষ্টম স্থানে জায়গা পেয়েছে ১২৫ সিসির স্কুটার Hero Destini 125। গত মাসে এটির ১০,৮৯২ ইউনিট বেচাকেনা হয়েছে।
সর্বাধিক বিক্রিত স্কুটারের তালিকার নবম স্থানে রয়েছে Ola S1 Pro। বৈদ্যুতিক স্কুটার হওয়া সত্ত্বেও বিক্রির নিরিখে এই তালিকায় জায়গা করে নিয়েছে। মে মাসে ৯,২২৫টি এস১ প্রো বিক্রি করেছে ওলা। সর্বশেষ অর্থাৎ দশ নম্বরে স্থান পেয়েছে Suzuki Avenis। গত মাসে মোট ৮,৯২২টি Avenis বিকিয়েছে সুজুকি।