BS6 ইঞ্জিনের সাথে বাজারে এল 2021 Benelli TRK 2, দশ হাজার টাকা দিয়ে করুন বুকিং

By :  SHUVRO
Update: 2021-01-29 16:51 GMT

গতবছর BS6 মাপকাঠি অনুসরন করে Imperial 400 লঞ্চ করার পর আজ BS6 আপডেটযুক্ত সংস্থার দ্বিতীয় বাইক হিসেবে বেনেলি (Benelli), TRK 502 অ্যাডভেঞ্চার ক্লাস মোটরবাইক নিয়ে ভারতে হাজির হল। বাইকটির দাম ৪.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। প্রচুর পরিবর্তন সত্বেও বেনেলি এর দাম পূর্ববর্তী মডেলের তুলনায় (৫.১০ লক্ষ টাকার আশেপাশে ছিল) কিছুটা সস্তা রাখতে সক্ষম হয়েছে। তবে এটি প্রারম্ভিক দাম এবং আগামী কয়েকমাসে বাইকটির দাম বৃদ্ধি পাবে। 2021 Benelli TRK 2 বেনেলি রেড, পিওর হোয়াইট, ও মেটালিক গ্রে কালার স্কিমে উপলব্ধ হবে। মেটালিক গ্রে কালার বাদে বাকি দুটি কালার অপশনের জন্য অতিরিক্ত ১০,০০০ টাকা ব্যয় করতে হবে। ১০,০০০ টাকা দিয়ে এটি এখন বুকিং করা যাচ্ছে।

2021 Benelli TRK 502 মোটরবাইকে এখন বিএস-৬ পরিবেশ বিধি মেনে ৫০০ সিসি টুইন-সিলিন্ডার লিকুইড কুল্ড ব্যবহার করা হয়েছে। যেটি ৮৫০০ আরপিএম গতিতে ৪৭.৫ পিএস শক্তি এবং ৬০০০ আরপিএমে সর্বোচ্চ ৪৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। স্লিক-শিফটিং সিক্স স্পিড গিয়ারবক্সটি একটি গিয়ার শিফট ইন্ডিকেটর সহ অফার করা হয়েছে। যা পরিস্থিতি অনুযায়ী রাইডারকে সঠিক গিয়ার স্লট করতে সক্ষম করে।

শক্তিশালী ইস্পাতের ট্রেলিস ফ্রেম বেনেলি টিআরকে ৫০২ বাইকের স্ট্রেন্থ ও এজিলিটির মধ্যে ভারসাম্য রক্ষা করে। বাইকে উচ্চ মানের সাসপেনশন সেটআপে ৫৫ মিমি ইনভার্টেড ফোর্ক সামনের অংশে (১৩৫ মিমি স্ট্রোক সহ) এবং পিছনে সুইংআর্ম-মনোশক সিস্টেম অর্ন্তভুক্ত রয়েছে। এদের মেলবন্ধন চমৎকারভাবে চাকা নিয়ন্ত্ৰণ ও যাত্রা আরামদায়ক করবে। বাইকের সামনের রয়েছে ৩২০ মিমি ডুয়াল ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ২৩০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক। সেইসঙ্গে সুইচযোগ্য ডুয়াল-চ্যানেল এবিএস রাইডারকে সুরক্ষা দেবে।

2021 Benelli TRK 502 বাইকের ফিচারের মধ্যে পাবেন এরোডায়নামিক্যালি ডিজাইনড উইন্ডস্ক্রিন যা আপনাকে ওয়েদার প্রোটেকশান দেবে। বাইকটি পিচ লেভেল অ্যাডজাস্টমেন্ট সহ একটি নতুন ব্ল্যাক ফিনিশড হ্যান্ডেলবার, কাস্ট অ্যালুমিনিয়ামের নতুন রিয়ার বক্স বন্ধনী, হোয়াইট ব্যাকলিট সহ নতুন অ্যানালগ ডিসপ্লে এবং অ্যাম্বার ব্যাকলাইট সহ এলসিডি মাল্টি-ইনফরমেশন ডিজিটাল ডিসপ্লে সহ এসেছে। ভাল দৃশ্যমানতার জন্য বাইকের মিরর আগের চেয়ে লম্বা ও প্রশস্ত করা হয়েছে। আবার হাতের সুরক্ষার জন্য বেনেলি বাইকটিতে নাকল গার্ডস দিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News