ভারতে এল Kawasaki এর সুপারস্পোর্ট বাইক Ninja ZX-10R BS6

By :  SHUVRO
Update: 2021-03-17 12:54 GMT

কাওয়াসাকি, নিনজা (Kawasaki Ninja) সিরিজের নতুন ফ্ল্যাগশিপ বাইক নিয়ে ভারতে হাজির হল। Ninja 300 BS6 লঞ্চ হওয়ার সপ্তাহদুয়েক বাদে ভারতে Kawasaki Ninja ZX-10R BS6 সুপারস্পোর্ট মোটরসাইকেলের আগমন ঘটলো। 2021 Kawasaki Ninja ZX-10R বাইক BS6 পাওয়ারট্রেন, নতুন এরোডাইনামিক শরীর, এবং অত্যাধুনিক ইলেকট্রনিক্স ফিচারের সঙ্গে এসেছে।

2021 Kawasaki Ninja ZX-10R পাওয়ারট্রেন

২০২১ কাওয়াসাকি নিনজা জেডএক্স-১০আর মোটরবাইকে শক্তি জোগানোর জন্য রয়েছে অসীম শক্তিশালী ৯৯৮ সিসি-র ইন-লাইন ফোর সিলিন্ডার ১৬ ভালভের DOHC ইঞ্জিন। ইলেকট্রনিক ফিউয়েল ইনজেকশনের সঙ্গে আসা এই ইঞ্জিনের ফিচারের মধ্যে রয়েছে ডায়মন্ড-লাইক কার্বন কোটেড ফিঙ্গার ফলোয়ার্স, টাইটেনিয়ামের ইনটেক এবং এগজস্ট ভালভ, নরম নাইট্রাইডিং ট্রিটমেন্টের সঙ্গে লাইটওয়েট ক্রোমোলি ক্যামশ্যাফট, বড়ো কুল্যান্ট প্যাসেজ, প্রভৃতি। মোটরবাইকটির ইঞ্জিন ১৩,২০০ আরপিএম গতিতে সর্বাধিক ২০০ বিএইচপি (ram air সিস্টেমের সাহায্যে ২১০ বিএইচপি) শক্তি ও ১১,৪০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সাথে এসেছে।

2021 Kawasaki Ninja ZX-10R হার্ডওয়্যার

২০২১ কাওয়াসাকি নিনজা জেডএক্স-১০আর মোটরবাইটি একটি অ্যালুমিনিয়াম টুইন-স্পার ফ্রেমের চারপাশে নির্মিত এবং এটিতে অ্যালুমিনিয়াম সুইংআর্ম ব্যবহার হয়েছে। বাইকটিতে অন্যতম সেরা সাসপেনশন সেটআপ দেওয়া হয়েছে। সামনের দিকে অত্যাধুনিক শোয়া বিএফএফ (ব্যালেন্স ফ্রি ফ্রন্ট ফর্ক) ও শোয়া বিএফআরসি (ব্যালেন্স ফ্রি রিয়ার কুশন) লাইটের সঙ্গে হরিজোন্টাল ব্যাক-লিঙ্ক রিয়ার সাসপেনশন রয়েছে। এছাড়া বাইকের সামনে ডুয়াল, সেমি ফ্লোটিং ৩৩০ মিমি ব্রেম্বো ডিস্ক ব্রেক ও পিছনে ২২০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে। বাইকটির ওজন (কার্ব) ২০৭ কেজি।

2021 Kawasaki Ninja ZX-10R ইলেকট্রনিক্স ফিচার

কাওয়াসাকি নিনজা জেডএক্স-১০আর বাইকের নতুন ভার্সন স্মার্টফোন কানেক্টিভিটি যুক্ত ৪.৩ ইঞ্চি টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোলের সাথে এসেছে। কাওয়াসাকির Rideolgy অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্টফোনের সাথে বাইকটি কানেক্ট করা যাবে। এছাড়াও, ইলেকট্রনিক ক্রুজ কন্ট্রোল, কাওয়াসাকি লঞ্চ কন্ট্রোল মোড, কাওয়াসাকি কর্নারিং ম্যানেজমেন্ট ফাংশন, পাওয়ার মোড (ফুল/মিডল/লো), ইন্টিগ্রেটেড রাইডিং মোডস (স্পোর্ট/রোড/রেইন/রাইডার), কাওয়াসাকি ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, কাওয়াসাকি ইন্টেলিজেন্ট অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, অহলিন্স ইলেকট্রনিক স্টিয়ারিং ড্যাম্পার, কাওয়াসাকি কুইক শিফটার বাইকটির অত্যাধুনিক ইলেকট্রনিক্স ফিচারের মধ্যে অন্যতম।

2021 Kawasaki Ninja ZX-10R দাম

BS6 অবতারে আসা Ninja ZX-10R এর দাম ১৪.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মোটরসাইকেলটি লাইম গ্রিন ও ফ্ল্যাট ইবোনি টাইপ ২ কালার অপশনে ক্রয়ের জন্য উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News