2022 Honda Gold Wing Tour: এয়ারব্যাগ, সঙ্গে গাড়ির মতো DCT গিয়ারবক্স, ভারতে দুর্ধর্ষ বাইক লঞ্চ করল হন্ডা

By :  techgup
Update: 2022-04-19 11:53 GMT

বিশ্বজুড়ে খ্যাতি লাভ করা হন্ডার ট্যুরিং বাইকের নতুন সংস্করণ আজ ভারতে পা রাখল। সংস্থার তরফে এ দেশে 2022 Honda Gold Wing Tour লঞ্চের ঘোষণা করা হয়েছে। নতুন মডেলে সত্যিকারের কোনও আপডেট অবশ্য নেই। শুধু দাম যা বেড়েছে। আর ম্যানুয়াল গিয়ারবক্সের বদলে ডিসিটি ট্রান্সমিশন অপশন রেখেছে হন্ডা। এছাড়া, ভারতে বিক্রিত ট্যুরিং বাইকটির পুরনো ও নয়া ভার্সনের মধ্যে কোনও পার্থক্য নেই‌। Honda Gold Wing Tour প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সর্বাধুনিক মোটরসাইকেলের মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়‌ এতে সুরক্ষার জন্য গাড়ির মতো এয়ারব্যাগ রয়েছে।

2022 Honda Gold Wing Tour বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি হয়ে ভারতে আসছে। দাম রাখা হয়েছে ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। আগের মডেলের তুলনায় ৪ হাজার টাকা বেশি। ট্যুরিং মোটরসাইকেলটি ব্ল্যাক মেটালিক কালার স্কিমে উপলব্ধ হবে। এ ক্ষেত্রে ইঞ্জিন ব্ল্যাকড আউট করা।

প্রথমেই বলেছি, ২০২২ হন্ডা গোল্ডউইং ট্যুরে কোনও পরিবর্তন নেই। বিশালাকার চেহারার এই বাইকে শক্তি যোগাতে ১,৮৩৩ সিসির পাওয়ারফুল লিকুইড কুল্ড ইঞ্জিন বর্তমান। যার মধ্যে ছ'টি সিলিন্ডার এবং ২৪টি ভাল্ভ বর্তমান। ইঞ্জিনটি ১২৪.৭ বিএইচপি ক্ষমতা এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে স্বয়ংক্রিয় গিয়ার বদলের ব্যবস্থা রয়েছে

এছাড়া হন্ডা গোল্ডউইং ট্যুরের আধুনিক ফিচারগুলির মধ্যে ফুল এলইডি লাইটিং, থ্রটল বাই ওয়্যার সিস্টেম, অডিও ও নেভিগেশন সিস্টেম, ৭ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, স্মার্ট কী, ট্র্যাকশন কন্ট্রোল উল্লেখযোগ্য।

Tags:    

Similar News