শুরু হল iQOO Neo 7 Pro স্মার্টফোনের প্রি-অর্ডার, ফ্লাট ডিসকাউন্টের সাথে পাবেন ২ বছরের ওয়ারেন্টি

iQOO Neo 7 Pro স্মার্টফোনকে আগাম বুক করলে ক্রেতাদের ফ্লাট ১,০০০ টাকা ছাড় এবং সাথে অতিরিক্ত ১ বছরের বর্ধিত ওয়ারেন্টি অফার করা হবে।

গতকাল অর্থাৎ ৪ঠা জুলাই ভারতে লঞ্চ হয়েছে iQOO Neo 7 Pro। আর আজ (৫ই জুলাই) থেকেই ফোনটির প্রি-অর্ডার শুরু হল। একই সাথে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, যেসকল ক্রেতারা আলোচ্য 5G ডিভাইসটিকে আগাম বুক করবেন তারা অতিরিক্ত সুযোগ-সুবিধার ফায়দা তুলতে পারবেন। যেমন, iQOO Neo 7 Pro ফোনের প্রি-অর্ডারকারীদের মোট দুই বছরের ওয়ারেন্টি অফার করা হবে। এছাড়াও, নির্বাচিত কয়েকটি ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ফ্লাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং ই-স্টোর ভাউচারের সুবিধা পাওয়া যাবে বলেও নিশ্চিত করেছে iQOO। চলুন এবার iQOO Neo 7 Pro স্মার্টফোনের সাথে কি কি প্রি-বুকিং অফার পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

iQOO Neo 7 Pro স্মার্টফোনের প্রি-অর্ডার অফারের বিবরণ

আইকো নিও ৭ প্রো স্মার্টফোনকে আগাম বুক করলে ক্রেতাদের ফ্লাট ১,০০০ টাকা ছাড় এবং সাথে অতিরিক্ত ১ বছরের বর্ধিত ওয়ারেন্টি অফার করা হবে। আবার ICICI, HDFC এবং SBI ব্যাঙ্কের কার্ডহোল্ডারদের ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও আইকো স্টোর থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করার ক্ষেত্রে ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ১,৫০০ টাকার ই-স্টোর ভাউচারের সুবোধ পেয়ে যাবেন ক্রেতারা। যার পর আইকো ব্র্যান্ডিংয়ের এই লেটেস্ট স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টকে ৩২,০০০ টাকারও কম খরচ করে কিনে নেওয়া যাবে।

ভারতে iQOO Neo 7 Pro -এর দাম

জানিয়ে রাখি, আইকো নিও ৭ প্রো স্মার্টফোনকে দুটি স্টোরেজ অপশনের সাথে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে পাওয়া যাবে ৩৭,৯৯৯ টাকায়। এদেশে এটিকে মোট দুটি কালার ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে। যার মধ্যে প্রথমটি হল ডার্ক স্টর্ম মডেল, যার রিয়ার শেলে এজি (AG) গ্লাসের স্তর রয়েছে। আর দ্বিতীয়টি হল ফিয়ারলেস ফ্লেম ভ্যারিয়েন্ট, যাতে ফেক লেদার ব্যাক বিদ্যমান।

iQOO Neo 7 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

প্রিমিয়াম লুক প্রদানকারী আইকো নিও ৭ প্রো স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৫ অ্যামোলেড (E5 AMOLED) ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। আবার গেমিং সহ অন্যান্য অ্যাক্টিভিটির জন্য ডিসপ্লে অপ্টিমাইজেশন করতে একটি ডেডিকেটেড চিপও থাকছে এতে। এই ডিসপ্লে প্যানেলের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। এদিকে ডিভাইসের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL GN5 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার।

মাল্টিটাস্কিং এবং উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য, iQOO Neo 7 Pro অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ এবং কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ সহ এসেছে। একই সাথে আলোচ্য মডেলে স্বতন্ত্র গেমিং চিপ দেওয়া হয়েছে, যা স্মুথ গেমপ্লে এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে গেমিং পারফরম্যান্সকে অপ্টিমাইজ করতে সাহায্য করবে। তদুপরি, এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচওএস ১৩ কাস্টম ওএস দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ১২ জিবি LPDDR5 র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি UFS 3.1 মেমরি পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

অন্যান্য বিশেষত্বের কথা বললে, iQOO Neo 7 Pro স্মার্টফোনে হাই-রেস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। উন্নত হিট ডিসিপেশনের জন্য ডিভাইসটি ভিসি কুলিং সিস্টেম সহ এসেছে। কানেক্টিভিটির জন্য এতে – ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, ডুয়াল-সিম স্লট এবং জিপিএস বিকল্প অন্তর্ভুক্ত। আবার পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই চার্জিং প্রযুক্তির সাহায্যে মাত্র ৮ মিনিটে ব্যাটারিকে ৫০% চার্জ করা সম্ভব।