iPhone সহ Apple এর সমস্ত প্রোডাক্ট হবে কার্বন মুক্ত, বড় ঘোষণা সিইও টিম কুকের

By :  techgup
Update: 2023-09-19 14:30 GMT

২০২৩ সালের "Wonderlust" ইভেন্টের সময় Apple-এর সিইও টিম কুক কার্বন মুক্ত বিশ্ব গড়ে তোলার আভাস দেন। এছাড়া তিনি ২০২৪ সালের শেষ নাগাদ সমস্ত প্লাস্টিক প্যাকেজিং বর্জন করার পরিকল্পনার কথাও ঘোষণা করেন। তিনি দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অ্যালুমিনিয়াম, কোবাল্ট এবং সোনার মতো পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করার কথাও ওই ইভেন্টে বলেন। এছাড়াও তিনি জানান যে, Apple চায় অন্যান্য সংস্থাও তাদের অনুসরণ করুক।

সিবিএস-এর জন ডিকারসনকে দেওয়া একটি সাক্ষাৎকারে, টিম কুক প্রকাশ করেছেন যে, Apple কেবল তাদের সাপ্লাই চেইন এবং প্রোডাক্টের ক্ষেত্রে এই লক্ষ্যে পৌঁছতে চায় না, তারা চায় বাকিরাও এই লক্ষ্য পূরণে তাদের অনুসরণ করুক। আর এর জন্য তিনি কঠোর পরিশ্রম করতেও রাজি। টিম আরো বলেছেন যে, তিনি আশা করছেন, এটি অর্থনৈতিকভাবে একটি ভালো সিদ্ধান্ত না হলেও বাকিরা এই পন্থাই অবলম্বন করবে।

কুক জানিয়েছেন, Apple আমেরিকা, চীন থেকে সিঙ্গাপুর তথা সারা বিশ্বে ক্লিন এনার্জি গড়ে তোলার লক্ষ্যে বিনিয়োগ করতে চায়। যে যে ক্ষেত্রে Apple এর প্রোডাক্ট কার্বন নির্গমন করে তিনি সেইসব ক্ষেত্রে "কার্বন নিউট্রাল" নামে পরিচিতি পেতে চান। এমনকি মাইনিং, মানুফ্যাকচারিং, শিপিং এবং রিসাইকেলিং-এর মত প্রতিটি ক্ষেত্রেই তিনি এই বদল চান।

কুকের মতে এটা কেবলমাত্র একটি পরিকল্পনা নয়, কারণ আগামী সাত বছরের মধ্যে সংস্থাটি এটি বাস্তবায়িত করবে। আর তিনি বলেছেন, তারা চান প্রত্যেকেই বলুক 'এই কাজটি আমিও করতে পারি' অথবা 'আমি অন্তত এর অর্ধেকও করতে পারি'। আর আমাদের লক্ষ্য কার্বন মুক্ত পরিবেশ করে তোলার জন্য প্রতিনিয়ত মানুষকে উৎসাহিত করে তোলা।

উল্লেখ্য, Apple ইতিমধ্যেই এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বিভিন্ন কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি সংস্থাটি তাদের প্রথম সম্পূর্ণ কার্বন নিউট্রাল প্রোডাক্ট Apple Watch Series 9 এবং Ultra 2 আত্মপ্রকাশ করেছে। এছাড়াও, সংস্থাটি ধীরে ধীরে প্লাস্টিক এবং চামড়াজাত প্রোডাক্টগুলিও বর্জন করতে শুরু করেছে। আর এর পরিবর্তে তারা পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করছে। সম্প্রতি Apple Watch Ultra 2-তে পুনর্ব্যবহারযোগ্য টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে।

Tags:    

Similar News