জলে চুবিয়ে রাখলে বা ধুলোর মধ্যে ফেললেও কিচ্ছুটি হবে না, কামাল দেখাবে Xiaomi 13 Pro

বহু প্রতীক্ষিত Xiaomi 13 সিরিজটি আগামীকাল, ১১ ডিসেম্বর চীনের বাজারে লঞ্চ হতে চলেছে। এই সিরিজটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনার চলছে। শাওমি প্রথমে ১ ডিসেম্বর Xiaomi 13 লাইনআপের হ্যান্ডসেটগুলি লঞ্চ করবে বলে ঘোষণা করেছিল। তবে, চীনের প্রাক্তন নেতা জিয়াং জেমিনের মৃত্যুর কারণে তারা ইভেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং তার কিছুদিন পরে লঞ্চ ইভেন্টের পুনঃনির্ধারিত তারিখটি প্রকাশ করে সংস্থা। আসন্ন সিরিজটির অধীনে স্ট্যান্ডার্ড Xiaomi 13 এবং Xiaomi 13 Pro মডেল বাজারে পা রাখবে বলে জানা গেছে। আর এখন আনুষ্ঠানিক উন্মোচনের আগে, Xiaomi 13 Pro-এর একটি টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে, যা থেকে জানা যাচ্ছে এটি একটি আইপি (IP) রেটিং সহ আসবে। ফোনটি ধুলো এবং জলের বিরুদ্ধে প্রতিরক্ষা করার সার্টিফায়েড, তবে রেটিং স্তর সম্পর্কে এখনও জানা যায়নি। যদিও, মনে করা হচ্ছে Xiaomi 13 সিরিজের Pro মডেলটি সম্ভবত কোম্পানির বর্তমান ফ্ল্যাগশিপ Xiaomi 12S Ultra-এর মতোই আইপি৬৮ (IP68) রেটিং যুক্ত হতে পারে।

Xiaomi 13 Pro-তে IP-স্তরের ধুলো ও জল প্রতিরোধ ক্ষমতা থাকবে

শাওমি ১৩ প্রো-এর একটি অফিসিয়াল ভিডিও টিজার চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-তে পোস্ট করা হয়েছে। ভিডিও-এ ফোনটিকে নতুন ক্যামেরা ডিজাইন এবং একটি অভিনব সবুজ রঙের ব্যাক প্যানেলের সাথে দেখা গেছে। এই ভিডিওটি প্রদর্শন করেছে যে, নতুন শাওমি ১৩ প্রো যেকোনও প্রতিকূল পরিবেশে জল ও ধুলো প্রতিরোধ করতে পারবে। ফোনটির ক্যামেরাটি হবে বহুমুখী এবং এটি সব পরিবেশে ছবি তুলতে পারবে। এতে উপস্থিত নাইট মোডের সাহায্য রাতেও পরিষ্কার ছবি তোলা সম্ভব হবে।

প্রসঙ্গত, পূর্বসূরি শাওমি ১২ প্রো-তে নাইট ফটো ফাংশনালিটি অনুপস্থিত রয়েছে, সুতরাং এটি একটি আপগ্রেড। বেশিরভাগ সাশ্রয়ী মূল্যের শাওমি ফোনগুলি আইপি৫৩ (IP53) সার্টিফিকেশন সহ আসে যা তাদের হালকা ধুলো এবং জলের ছিটে থেকে রক্ষা করে৷ তবে, উচ্চতর আইপি আইপি৬৮ (IP68) রেটিং জল এবং ধুলোর ক্ষতি থেকে ডিভাইসকে অনেক বেশি সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান করে। শাওমি ১৩ প্রো উচ্চ র‍্যাম ক্ষমতা সহ ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করবে। এবং এটি ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে।

প্রসঙ্গত, Xiaomi 13 Pro-এর সিগনেচার “ওয়াইল্ডারনেস গ্রিন” কালার অপশনটি একটি প্যাকেজের অংশ, যাতে অন্তর্ভুক্ত রয়েছে Mi Watch S2 স্মার্টওয়াচ এবং Buds 4 Pro ইয়ারবাড। এই স্মার্ট ওয়্যারেবল দুটি স্মার্টফোনের মতো একই কালার ডিজাইনের সাথে আসবে। শোনা যাচ্ছে, Xiaomi 13 Pro সীমিত পরিমাণে পাওয়া যাবে এবং এর রিটেইল প্যাকেজে কব্জির জন্য ল্যান্ডিয়ার্ড সহ একটি প্রোটেক্টিভ ট্র্যাভেল কেস অন্তর্ভুক্ত থাকবে।