Diwali 2021: বাজি থেকে আগুন লাগতে পারে বাইক বা গাড়িতে, সুরক্ষিত রাখতে রইল কিছু টিপস
প্রতি বছর দিওয়ালির সময় জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠেন। যেহেতু এটি আলোর উৎসব তাই প্রদীপ সহ বিভিন্ন প্রকারের কৃত্রিম আলোর দ্বারা সুসজ্জিত হয় চতুর্দিক। পুজোর মন্ডপগুলির সাথে প্রায় প্রতিটি বাড়িতেই আলোর রোশনাই এ সময়ের একটি বিশেষ বৈশিষ্ট্য। সাথে কচিকাচাদের বাজি (শব্দ বাজি নয়) পোড়ানো উৎসবের আনন্দে অন্য মাত্রা যোগ করে। তবে এই বাজি পোড়াতে গিয়ে অসাবধানতার কারণে কখনো বিপত্তি ঘটে যায়। আবার এই সময় প্রধানত যে বিষয়টা খেয়াল রাখা উচিত তা হচ্ছে কোনো গাড়ি/বাইক/স্কুটারের কাছাকাছি যেন বাজি পোড়ানো না হয়। তাই এই দিওয়ালির সময় বিপদের হাত থেকে কিভাবে নিজেকে এবং নিজের অতি প্রিয় যানবাহনটিকে সুরক্ষিত রাখবেন জেনে নিন।
১) ছোট অগ্নিনির্বাপক যন্ত্র রাখুন (Portable Fire Extinguisher)
দিওয়ালির সময় অতর্কিতে কোথাও আগুন লাগার কোনো ঘটনা ঘটবে না তা জোর দিয়ে বলা একপ্রকার অসম্ভব। সেজন্য সুরক্ষার দিকটি বিবেচনা করে নিজের গাড়ির ভেতর অথবা হাতের কাছাকাছি অগ্নিনির্বাপক যন্ত্র রাখা বুদ্ধিমত্তার কাজ। এই যন্ত্রটি ছোটখাটো আগুন লাগলে তা থেকে রক্ষা করবে। ভুললে চলবে না যে বড় অগ্নিকাণ্ড কিন্তু প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র আগুনেরই রূপ। সে সময় জল বা বালি জোগাড় করার চাইতে এই ছোট্ট যন্ত্রটি অতি সহজেই কিন্তু বড় বিপদের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে।
২) গাড়ির দরজা ঠিকমতো বন্ধ করুন (Lock Cars Properly)
উৎসবে যোগ দেওয়ার আগে যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখা উচিত তা হচ্ছে গাড়ির দরজাটি ঠিকমতো বন্ধ করা হয়েছে কি না। কারণ গাড়ির ভেতরে অতি দাহ্য পদার্থ দিয়ে তৈরি কিছু যন্ত্রাংশ থাকে। ছোট আগুনের ফুলকি থেকেও যা বৃহৎ আকার নিতে পারে। তাই প্রয়োজনে গাড়ির দরজাগুলি লক করে রাখুন। সাথে জানালার কাঁচ সম্পূর্ণ বন্ধ করা হয়েছে কিনা তা দেখে নিন। এই সুরক্ষার বিধিগুলি মেনে চললে বড় বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
৩) গাড়িতে কভার পড়াবেন না
অনেকেই রয়েছেন যারা বাইরের ধূলোবালি এবং সূর্যের আলো থেকে বাঁচাতে নিজের বাহনটিকে ঢেকে রাখেন। কিন্তু এই দিওয়ালির সময় তা একদমই উচিত নয়। এই সময় গাড়িতে কভার পড়ালে ঘটতে পারে আরও বড় বিপদ। কারণ কোনো আগুনের ফুলকি যদি গাড়ির কভারে এসে পড়ে তা থেকে খুব সহজেই আগুন বিশালাকার নিতে পারে। বরং যুক্তিযুক্ত হবে যদি গাড়িটিকে কোনো নিরাপদ পার্কিং প্লেসে রাখেন।
৪) দায়িত্বশীলতার সাথে গাড়ি চালান
এই সময় অতি সতর্ক এবং দায়িত্বশীলতার সাথে গাড়ি/বাইক/স্কুটার চালান। এই সময় রাস্তায় হামেশাই বাজি পোড়ানো হয়। একটু অসতর্ক হলেই তা থেকে ঘটে যেতে পারে বড় বিপদ। নিজের এবং সহযাত্রীদের সুরক্ষার কথাটি মাথায় রেখে সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত। এমনকি রাস্তায় চলার সময় গাড়ির জানালার কাচ এবং সানরুফ বন্ধ করে রাখুন। টু-হুইলারের ক্ষেত্রে সেরকম দেখলে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যান। কারণ আনন্দের সময়ে অসাবধানতার থেকেই কিন্তু ঘটে বিপত্তি।