৫০ হাজার টাকার রেঞ্জে বাজারে এল নতুন বৈদ্যুতিক স্কুটার, বুকিং শুরু ৩ হাজার টাকা থেকে
ভারতে দিন দিন বাড়ছে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা। সেকারণেই BGauss এবার তাদের দুটি ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। BGauss A2 এবং BGauss B8 নামে আসা এই স্কুটার দুটিকে কোম্পানি আকর্ষণীয় ফিচারের সাথে লঞ্চ করেছে। এতে লো, মিড ও হাই রাইডিং মোড পাবেন। দুটি স্কুটারের মধ্যে BGauss A2 স্কুটারের দাম তুলনামূলকভাবে কম। আসুন জেনে নিই এই দুই বৈদ্যুতিক স্কুটার আমাদেরকে কি ফিচার অফার করছে।
BGauss A2 এবং BGauss B8 ইলেকট্রিক স্কুটারের দাম:
BGauss A2 এর লেড অ্যাসিড ভ্যারিয়েন্টের দাম ৫২,৪৯৯ টাকা। আবার লিথিয়াম আয়ন ভ্যারিয়েন্টের দাম ৬৭,৯৯৯ টাকা। অন্যদিকে BGauss B8 এর লেড অ্যাসিড ভ্যারিয়েন্টের দাম ৬২,৯৯৯ টাকা। আবার লিথিয়াম আয়ন ও এলআই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮২,৯৯৯ টাকা ও ৮৮,৯৯৯ টাকা। এই সবগুলি এক্স শোরুম প্রাইস। এই স্কুটারগুলিকে ৩,০০০ টাকা দিয়ে কোম্পানির ওয়েবসাইটে বুক করা যাবে।
BGauss A2 স্কুটারটি দুটি ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে এবং BGauss B8 এসেছে তিনটি ভ্যারিয়েন্টের সাথে। দুটি স্কুটারের মধ্যে বি৮ হল হায়ার পারফর্মার ভার্সন। এতে ১৯০০ ওয়াট, হাব-মাউন্টেড মোটর, ১.৪৫ kWh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে লেড-অ্যাসিড ব্যাটারি (৭-৮ ঘন্টা চার্জের সময়) এবং রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি (৩ ঘন্টা চার্জের সময়) পাবেন।
BGauss A2 এর বিশেষত্ব :
অন্যদিকে A2 তে থাকবে ২৫০ ওয়াট মোটর, যার সর্বোচ্চ স্পিড হবে ২৫ কিমি/ঘন্টা। এতে লেড-অ্যাসিড ব্যাটারি (৭-৮ ঘন্টা চার্জের সময় ) বা রিমুভেবল ১.২৯ কিলোওয়াট/ঘণ্টা লিথিয়াম আয়ন ব্যাটারি (৩ ঘন্টা চার্জের সময়) দেওয়া হয়েছে। একবার চার্জে এটি ১১০ কিমি দূর অতিক্রম করতে পারে। এর দুটি ভ্যারিয়েন্টে ১০ ইঞ্চি অ্যালোয় চাকা দেওয়া হয়েছে। আবার দুই দিকে পাওয়া যাবে ১৮০ মিমি ডিস্ক ব্রেক। আবার রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।
BGauss B8 এর বিশেষত্ব :
BGauss B8 এর তিনটি ভ্যারিয়েন্ট আছে, যেগুলি হল লিড-অ্যাসিড মডেল, লিথিয়াম-আয়ন মডেল এবং এলআই প্রযুক্তি মডেল। তিনটি মডেলের সর্বোচ্চ গতি ৫০ কিমি/ ঘণ্টা। তবে এর মধ্যে যে মডেলটির দাম বেশি হবে সেখানে, নেভিগেশন অ্যাসিস্ট, রাইড মেট্রিক্স, রিমোট ডায়াগনস্টিকস, লাইভ ট্র্যাকিং, জিও-ফেন্সিং এর মত ফিচার থাকবে। কোম্পানির দাবি এর লিড-অ্যাসিড মডেল ফুল চার্জে যাবে ৭৮ কিমি। সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ফুল চার্জে ৭০ কিমি পথ যেতে পারে। এতে ১৮০ মিমি ডিস্ক ব্রেক পাওয়া যাবে।
অন্যান্য ফিচার :
BGauss জানিয়েছে এই স্কুটারগুলিতে অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম, অ্যান্টি-থেফ্ট মোটর লকিং, এলইডি ইনস্ট্রুমেন্ট প্যানেল, ডিআরএল, কীলেস স্টার্ট, সেন্ট্রালাইজড সিট লক, ইউএসবি চার্জিং, রিভার্স অ্যাসিস্ট, সাইড স্ট্যান্ড সেন্সর এবং আরও অনেক ফিচার থাকবে।
কালার :
দুটি স্কুটার নীল, সাদা ও ধূসর রঙে পাওয়া যাবে।