BMW India: ২০২২-এ ভারতে নতুন ১৯টি গাড়ি ও ৫টি বাইক লঞ্চের পরিকল্পনায় বিএমডব্লিউ

By :  SUMAN
Update: 2022-04-12 07:49 GMT

গত বছর ভারতে দু'চাকা ও চার চাকা দুই ধরনের গাড়ির ব্যবসায় লক্ষীলাভ হয়েছে জার্মান বহুজাতিক বিএমডব্লিউ (BMW)-এর৷ করোনার ধাক্কা কাটিয়ে ২০২১-এ ঘুরে দাঁড়িয়েছে তারা৷ ২০২০-এর তুলনায় গত বছর যাত্রী গাড়ি ও মোটরসাইকেলের বিক্রি যথাক্রমে ৩৪% এবং ১০৩% বেড়েছে তাদের৷ ফলে নতুন বছরও নয়া উদ্যমে শুরু করছে সংস্থাটি৷ পিটিআই সূত্রে খবর, বিএমডব্লিউ চলতি বছর ১৯টি গাড়ি এবং ৫টি মোটরসাইকেল ভারতে লঞ্চের পরিকল্পনা করছে। খবর সত্যি হলে জার্মান সংস্থাটি এ দেশে তাদের ক্রেতাদের বড় চমক উপহার দিতে চলেছে। আবার মে মাসেই এখানে i4 ইলেকট্রিক সেডান গাড়ি লঞ্চের জন্য তোড়জোড় শুরু করেছে তারা।

বিএমডব্লিউ জানিয়েছে, ২০২২-এর প্রথম ত্রৈমাসিকে চার চাকা ও দু'চাকা গাড়ি বিক্রিতে যথাক্রমে ২৫% ও ৪১% উত্থান ঘটেছে তাদের। বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সাপ্লাই চেন বা জোগান-শৃঙ্খলে বিঘ্ন এবং চীনে করোনা সংক্রমনের বাড়বাড়ন্তের জন্য লকডাউন সত্ত্বেও বিক্রি বেড়েছে সংস্থার।

২০২২-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জার্মান সংস্থাটির গাড়ির বিক্রি ২৫.৩% বেড়ে ২,৮১৫ ইউনিটে পৌঁছেছে। উক্ত সময়ে এসইউভি এবং সেডান গাড়ি বিক্রি হয়েছে ২,৬৩৬ ইউনিট। আবার মিনি সাব-ব্র্যান্ডের ১৭৯টি লাক্সারি কম্প্যাক্ট গাড়ি বেচেছে তারা। এছাড়াও সংস্থার টু-হুইলার শাখা বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) মোট ১,৫১৮টি মোটরসাইকেল বিক্রি করেখে৷ গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি ৪১.১% বেড়েছে।

এই প্রসঙ্গে বিএমডব্লিউ-র ভারতীয় শাখার সভাপতি বিক্রম পাভা বলেন, “আমরা আরও অনেক কিছু বিক্রি করতে পারতাম, কারণ আমরা মোটামুটি ফোর-হুইলারের জন্য প্রায় ২,৫০০টি এবং মোটরসাইকেলের জন্য ১,৫০০টির বেশি অর্ডার পেয়েছি। তিনি আরও বলেন, “আমরা বেশ ভালো অর্ডার পাচ্ছি। যদি তা ঠিকঠাকভাবে জোগান দিতে পারি তবে আমাদের কাছে ২০২২ হবে একটি মেগা বছর।”

Tags:    

Similar News