ভারতে ৬৫০ সিসি মোটরসাইকল সেগমেন্টে পুনঃপ্রবেশ করছে CFMoto। চীনা কোম্পানিটি তাদের BS4 ভার্সনের সাথে ভারতে বিক্রি হওয়া 650NK, 650MT, এবং 650 GT বাইকগুলির BS6 ভার্সন আগামী এপ্রিলে লঞ্চ করবে। সম্প্রতি সংবাদসংস্থার সাথে কথোপকথনে CFMoto-র সিইও এমনটাই জানিয়েছেন। কোম্পানিটি তিনটি ক্যাটাগরিতে এই বাইকগুলি লঞ্চ করবে। এরমধ্যে CFMoto 650NK ন্যাকেড ক্যাটাগরির অন্তর্গত। আবার CFMoto 650MT ও 650 GT যথাক্রমে অ্যাডভেঞ্চার ও স্পোর্টস-ট্যুরার ক্যাটাগরিতে আসবে।
যদিও সিইওর তরফে নতুন বাইকগুলির দাম বা সম্পর্কে কোনো আভাস দেওয়া হয়নি। তবে অনুমান করা হচ্ছে, BS6 মাপকাঠি মেনে ইঞ্জিন আপগ্রেড হলেও, বাইকগুলিতে খুব একটা বেশী পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আবার হার্ডওয়্যার বা ডিজাইনের নিরিখেও নতুন বাইকগুলি অভিন্ন থাকবে।
জানিয়ে রাখি, CFMoto 650NK মোটরবাইকের BS4 ভার্সনে ৬১.১৮ পিএস ও ৬০০ এনএম টর্কসম্পন্ন প্যারালাল টুইন, লিকুইড কল্ড ৬৪৯.৩ সিসি-র ইঞ্জিন ছিল। আবার একই ইঞ্জিন কিন্তু আলাদা টিউনিং করার ফলে 650GT বাইকে ৬২.৫৪ পিএস ও ৫৮.৫ এনএম টর্ক পাওয়া যেত। অন্যদিকে 650MT বাইকটি ৬৪৯ সিসি-র ইনলাইন টুইন লিকুইড কুল্ড মোটরের সঙ্গে এসেছিল। যেটি ৭০.৭ পিএস ও ৬২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম ছিল৷ যদিও BS6 মডেলে পাওয়ার এবং টর্ক কমবেশী হবে কীনা তা জানার জন্য সংস্থার তরফ থেকে অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এবার সবচেয়ে নির্ণায়ক বিষয় দাম৷ CFMoto বাইকগুলির কিছু যন্ত্রাংশ স্থানীয় বাজার থেকে আমদানি করার মাধ্যমে বাইকগুলি তাদের BS4 মডেলের দামেই বিক্রির চেষ্টা করতে পারে। যেমনটা আমরা সম্প্রতি লঞ্চ হওয়া CFMoto 300NK মোটরবাইকের সাথে দেখেছি।
পাঠকদের বোঝার সুবিধার্থে CFMoto-র 650NK, 650MT, এবং 650 GT মোটরবাইকের BS4 মডেলের দাম নীচে দেওয়া হল -
মডেল দাম (এক্স-শোরুম) CFMoto 650NK ৩.৯৯ লক্ষ টাকা CFMoto 650MT ৪.৯৯ লক্ষ টাকা CFMoto 650GT ৫.৪৯ লক্ষ টাকা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন