৩৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফের সাথে লঞ্চ হল Nokia Lite Earbuds

বর্তমান সময়ে ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডের বেশ ভাল চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় প্রতি মাসেই স্মার্টফোন এবং অডিও ব্র্যান্ডগুলি নানা ডিজাইন এবং নতুন ফিচারযুক্ত TWS ইয়ারবাডের সম্ভার নিয়ে হাজির হচ্ছে। এই আবহেই বাজারে পা রাখলো Nokia Lite Earbuds৷ সদ্য লঞ্চ হওয়া এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে অনেকটা OnePlus Buds Z এর মতো দেখতে। ইন-ইয়ার ডিজাইনের নোকিয়া লাইট ইয়ারবাডস দুটি আকর্ষণীয় রঙের বিকল্পে পাওয়া যাবে।

Nokia Lite Earbuds এর স্পেসিফিকেশন, ফিচার

নতুন নোকিয়া লাইট ইয়ারবাডসে ২০ হার্টজ থেকে ২০,০০০ হার্টজ সাউন্ড ফ্রিকোয়েন্সি রেঞ্জ সহ রয়েছে ৬ মিমি ড্রাইভার্স। আবার কানে সহজেই ফিট হয়ে যাওয়ার জন্য এটি ছোট, মাঝারি, ও বড় সাইজের ইয়ারবাডস টিপস সহ আসবে। দ্রুত ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য এতে আছে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি।  বলে রাখি, ব্লুটুথের এই ভার্সন ১০ মিটার পর্যন্ত ট্রান্সমিশন রেঞ্জ সাপোর্ট করে।

প্রতিটি ইয়ারবাডে ৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে একটানা ৬ ঘণ্টা মিউজিক প্লেব্যাক অফার করবে। আবার এর চার্জিং কেসে ৪০০ এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে। যেটি আপনাকে অতিরিক্ত ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। চার্জিংয়ের জন্য এখানে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।

Nokia Lite Earbuds দাম, লভ্যতা

নোকিয়া লাইট ইয়ারবাডসের দাম হল ৩৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৪০০ টাকার সমান। এপ্রিলের মাঝামাঝি সময়ে ইউরোপে ইয়ারবাডসটি ক্রয়ের জন্য উপলব্ধ হবে৷ এটি ব্ল্যাক ও পোলার সি  কালার অপশনে এসেছে। নোকিয়া লাইট ইয়ারবাডস ভারতে কবে লঞ্চ হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন