ব্লুটুথ কলিং ফিচার সহ মেডাল বডি, boAt Wave Spectra স্মার্টওয়াচ কিনবেন নাকি

ভারতীয় বাজারে boAt Wave Spectra স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট থেকে কিনতে পাওয়া যাবে।

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল boAt Wave Spectra স্মার্টওয়াচ। নয়া এই ঘড়িতে রয়েছে ২.০৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার এবং মেটালিক বডি। পাশাপাশি রয়েছে একাধিক হেলথ ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Wave Spectra স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Wave Spectra-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে boAt Wave Spectra স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট থেকে কিনতে পাওয়া যাবে। এটি ক্রেতারা পাবেন সিলভার ফিউশন এবং স্টিল ব্ল্যাক কালার অপশনে।

boAt Wave Spectra-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত boAt Wave Spectra স্মার্টওয়াচটি বর্গাকার ডায়াল সহ শক্তপোক্ত মেটাল বডির সাথে এসেছে। তাছাড়া এতে দেওয়া হয়েছে ২.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১০০টিরও বেশি ওয়াচফেস সাপোর্ট করবে।

তাছাড়া আগেই বলা হয়েছে, ঘড়িটিতে থাকছে ব্লুটুথ কলিং ফিচার। এর জন্য ওয়্যারেবলটিতে ইনবিল্ট মাইক্রোফোন ও ডায়াল প্যাড বর্তমান। সেই সঙ্গে এতে ২০টি পর্যন্ত কন্টাক্ট মজুত রাখা যাবে।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে করে এতে হার্ট মনিটর, SpO2 সেন্সর, স্ট্রেস ও স্লিপ ট্র্যাকার এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার উপলব্ধ। শুধু তাই নয়, ফিটনেস প্রেমীদের জন্য এতে থাকছে ১০০টিরও বেশি স্পোর্টস মোড। তদুপরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো সিডেন্টারি অ্যালার্ট, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল, বিল্ট-ইন গেম ইত্যাদি।

এবার আসা যাক boAt Wave Spectra স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৭ দিন পর্যন্ত এবং ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে এটি ৩ দিন পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি জল থেকে সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে IP68 রেটিং।