সদ্য লঞ্চ হওয়া Xiaomi Mix Fold 3 নাকি Samsung Galaxy Z Fold 5, কোন ফোল্ডেবল ফোনের পাল্লা ভারী

Xiaomi Mix Fold 3 এবং Samsung Galaxy Z Fold 5 -এর মধ্যে কোন ফোল্ডেবল স্মার্টফোন সেরা জেনে নিন

Xiaomi গত ১৪ই আগস্ট Xiaomi Mix Fold 3 নামের একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে। উক্ত ডিভাইসটি আত্মপ্রকাশের পর থেকেই দাবি করা হচ্ছে যে, এটি গত ২৬শে জুলাই উন্মোচিত Samsung Galaxy Z Fold 5 -এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক্ষেত্রে এই দাবিকে সম্পূর্ণভাবে ভুল বলা উচিত হবে না। কেননা Xiaomi এবং Samsung উভয় ব্র্যান্ডের ফোল্ডেবল ফোনের মধ্যে একাধিক মিল রয়েছে। যেমন উভয় ফোল্ডেবল ফোন ডুয়াল ডিসপ্লে ডিজাইন, কমপ্যাক্ট বডি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের রিয়ার প্রাইমারি সেন্সর সহ এসেছে। যদিও Samsung Galaxy Z Fold 5 যেখানে ইতিমধ্যেই ভারত সহ বিশ্ব বাজারে কেনার জন্য উপলব্ধ, সেখানে Xiaomi Mix Fold 3 বর্তমানে শুধুমাত্র চীনের ক্রেতাদের জন্য উপলব্ধ। তবে Xiaomi ডিভাইসটি যদি ভারতে আসে, তবে Samsung -এর লেটেস্ট ফোল্ডেবল ফোনকে কতটা টক্কর দেবে তা নিয়ে ফ্যানদের মধ্যে কৌতুহল রয়েছে। তাই আজ আমরা এই প্রতিবেদনে Xiaomi Mix Fold 3 এবং Samsung Galaxy Z Fold 5 -এর দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করবো।

Xiaomi Mix Fold 3 vs Samsung Galaxy Z Fold 5 : ডিসপ্লে, সেন্সর

শাওমি মিক্স ফোল্ড ৩ স্মার্টফোনে ইউটিজি প্রোটেকশন সহ ৮.০৩-ইঞ্চির প্রাইমারি ফোল্ডেবল টাচস্ক্রিন রয়েছে, যা ২কে রেজোলিউশন অফার করে। আবার সেকেন্ডারি বা কভার ডিসপ্লের সাইজ থাকছে ৬.৫৬-ইঞ্চি, যা ২১:৯ এসপেক্ট রেশিও ও ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করে এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত। উভয় প্যানেলই E6 AMOLED এবং এগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,৬০০ নিট পিক ব্রাইটনেস ও ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

এদিকে ডুয়েল-সিমের (ন্যানো + ই-সিম) স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ স্মার্টফোনে রয়েছে ৭.৬-ইঞ্চির QXGA+ (২,১৭৬ x ১,৮১২ পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ৩৭৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১২.৬:১৮ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এই ডিভাইসে ৬.২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৩১৭ x ৯০৪ পিক্সেল) ডায়নামিক AMOLED 2X কভার ডিসপ্লেও পাওয়া যাবে, যা ৪৮ হার্টজ এবং ১২০ হার্টজের মধ্যে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ৪১২ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

Xiaomi Mix Fold 3 vs Samsung Galaxy Z Fold 5 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে Xiaomi Mix Fold 3 ফোল্ডেবল হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে এতে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট UFS 4.0 মেমরি উপলব্ধ। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।

মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য Samsung Galaxy Z Fold 5 স্মার্টফোনে গ্যালাক্সি-এক্সক্লুসিভ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজের সাথে পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক স্যামসাংয়ের লেটেস্ট ওয়ান ইউআই ৫.১.১ (One UI 5.1.1) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত।

Xiaomi Mix Fold 3 vs Samsung Galaxy Z Fold 5 : ক্যামেরা সেটআপ

শাওমি মিক্স ফোল্ড ৩ স্মার্টফোনের ক্যামেরা বিভাগ, বিখ্যাত জার্মান ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা লাইকা (Leica) -এর সাথে অংশীদারিত্বে নির্মিত। এটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল Sony IMX800 প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩.২এক্স জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ৫এক্স জুম সমর্থিত ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ শুটার৷ জানিয়ে রাখি, আল্ট্রা-ওয়াইড ক্যামেরা বাদে বাকি তিনটি সেন্সরেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি সাপোর্ট করবে। আর ডিভাইসের কভার এবং ইনার ডিসপ্লেতে একটি করে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

ছবি তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফ্ল্যাগশিপ ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ডুয়েল পিক্সেল অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ফেজ ডিটেকশন অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ও এফ/২.৪ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার। একইভাবে সেলফির এবং ভিডিও চ্যাটের জন্য আলোচ্য ডিভাইসের কভার ডিসপ্লেতে এফ/২.২ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর এবং ইনার / প্রাইমারি স্ক্রিনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৪ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা লক্ষ্যণীয়৷

Xiaomi Mix Fold 3 vs Samsung Galaxy Z Fold 5 : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি মিক্স ফোল্ড ৩ স্মার্টফোনে ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আবার কানেক্টিভিটির জন্য এতে – ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/৬ই/৭, ব্লুটুথ ৫.৩, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এই ব্যাটারি ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত চার্জ হয়ে যায়। তদুপরি, কানেক্টিভিটি অপশন হিসাবে এতে অন্তর্ভুক্ত থাকছে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩।

Xiaomi Mix Fold 3 vs Samsung Galaxy Z Fold 5 : পরিমাপ

Xiaomi Mix Fold 3 স্মার্টফোনের পরিমাপ ভাঁজ অবস্থায় ১৬১.২x৭৩.৫x১০.৯ মিমি ও খোলা অবস্থায় ১৬১.২x১৪৩.৩x৫.৩ মিমি এবং ওজন ২৫৫ / ২৫৯ গ্রাম।

Samsung Galaxy Z Fold 5 স্মার্টফোনের পরিমাপ ভাঁজ অবস্থায় ৬৭.১x১৫৪.৯x১৩.৪ মিমি ও খোলা অবস্থায় ১২৯.৯x১৫৪.৯x৬.১ মিমি এবং ওজনে এটি ২৫৩ গ্রাম।

Xiaomi Mix Fold 3 vs Samsung Galaxy Z Fold 5 : দাম

শাওমি মিক্স ফোল্ড ৩ স্মার্টফোনকে চীনের বাজারে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এগুলির দাম নীচে দেওয়া হল-

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৮,৯৯৯ ইউয়ান (প্রায় ১,০৩,৭০০ টাকা),

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৫,২০০ টাকা),

১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ১০,৯৯৯ ইউয়ান (প্রায় ১,২৬,৭১০ টাকা)।

আলোচ্য হ্যান্ডসেটকে গ্লাস এবং ড্রাগন স্কেল ফাইবার – এই দুটি রিয়ার প্যানেল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে গ্লাস ব্যাক প্যানেল যুক্ত মডেলটি – ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে উপলব্ধ।

অন্যদিকে, ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ স্মার্টফোনকে তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। এগুলির দাম নিচে দেওয়া হল –

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১,৫৪,৯৯৯ টাকা,
১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ১,৬৪,৯৯৯ টাকা,
১২ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ১,৮৪,৯৯৯ টাকা।

এটিকে – আইসি ব্লু, ফ্যান্টম ব্ল্যাক এবং ক্রিম কালার অপশনে পাওয়া যাবে। যদিও ১ টিবি স্টোরেজ বিকল্পটিকে শুধুমাত্র আইসি ব্লু কালারেই বিক্রি করা হচ্ছে।