90 এর দশকের স্বৃতি ফেরাবে এই মিষ্টি ইলেকট্রিক স্কুটার, অফ-রোডের জন্য বিশেষভাবে তৈরি, এক চার্জে প্রায় 240 কিমি দৌড়বে

By :  techgup
Update: 2022-07-14 11:34 GMT

চীন মানেই নতুন কিছু আবিষ্কার কিংবা নতুন কোনও প্রযুক্তির জন্ম, মুখে না বললেও একথা আমরা সবাই এক বাক্যে মেনে নিই। বর্তমান দিনে প্রায় প্রতিটি দেশেই বিভিন্ন সংস্থা ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের স্কুটার ও বাইক তৈরি করছে। কিন্তু এমন কোন বৈদ্যুতিক স্কুটার যদি পাওয়া যেত, যা নিয়ে শহরের কোলাহল ছেড়ে পাড়ি দেওয়া যায় পাহাড়ে কিংবা জঙ্গলে! এবার ঠিক এমনই অফ-রোড এক্সপার্ট ইলেকট্রিক স্কুটার FW-03 লঞ্চ করল সে দেশের এক জনপ্রিয় নির্মাতা Felo।

অবশ্য এই স্কুটারটি তাদের পপুলার FW-06 এর ন্যায় আকারে বড় নয়। বরং এই নতুন "অফ রোড কিং" কে দেখতে বেশ মিষ্টি। FW-06 মডেলটির ডিজাইন ফিউচারিস্টিক হলেও, FW-03 আপনাকে ৯০-এর দশকের স্কুটারের কথা মনে করাবে। পুরানো দিনের রেট্রো লুক নিয়ে অবতীর্ণ হলেও, এলইডি লাইটিং থেকে শুরু করে ব্লুটুথ-সহ ৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মত আধুনিক বৈশিষ্ট্য ভরপুর এটি।

FW-03 দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- Strada (রোড) এবং Off-Road। প্রথম ভ্যারিয়েন্টটি সর্বোচ্চ ৫০ কিমি/ঘণ্টা চলতে পারলেও দ্বিতীয়টিকে ঘন্টায় ৮০ কিমি গতিতে ছুটানো সম্ভব। Felo-এর এই বৈদ্যুতিক স্কুটারে রয়েছে ৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মোটর যা সর্বাধিক ২০ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। চার্জে পরিপুষ্ট অবস্থায় স্কুটারটি ১০০-১২০ কিমি ছুটতে পারবে বলে সংস্থার দাবি। আবার আরেকটি ব্যাটারি লাগারে রেঞ্জ দ্বিগুণ করা সম্ভব৷ অর্থাৎ রেঞ্জ বেড়ে দাঁড়াবে ২৪০ কিমি।

স্কুটারটির রেট্রো লুক ও সাথে পাহাড় থেকে জঙ্গলে বন্ধুর রাস্তায় দৌড়নোর জন্য উপযুক্ত ডিজাইন এবং হার্ডওয়ার এতে রয়েছে। সম্মুখভাগে হ্যান্ড গার্ড এবং ১২ ইঞ্চি ১০০ সেকশন টায়ার দেওয়া হয়েছে। পিছনে রয়েছে ১৩০ সেকশন ব্লক প্যাটার্ন যুক্ত ১০ ইঞ্চির চাকা। শুধুমাত্র সামনের চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক-সহ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম উপলব্ধ এতে।

FW-03 এর Strada ভার্সনের দাম চীনে ১৫,৫০০ ইউয়ান (প্রায় ১.৮৩ লাখ টাকা) রাখা হয়েছে। আর Off-Road সংস্করণটির দাম ১৮,৮০০ ইউয়ান ধার্য হয়েছে, ভারতীয় মুদ্রায় যা ২.২২ লাখ টাকার সমান। ব্যাটারিতে চলা এই স্কুটার এখন শুধু চীনা মার্কেটে মিলবে। ভারত বা আমাদের প্রতিবেশী দেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ।

Tags:    

Similar News