Tecno Pova 3 অনেক কম দামে ১১ জিবি র‌্যাম ও ৭০০০ mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

মে মাসে ফিলিপাইনের মার্কেটে লঞ্চ হওয়ার পর, টেকনো (Tecno)-এর সাশ্রয়ী মূল্যের গেমিং-কেন্দ্রিক স্মার্টফোন, Tecno Pova 3 আজ (২০ জুন) ভারতের বাজারেও উন্মোচিত হল। উল্লেখযোগ্য বিষয় হল, টেকনোর এই হ্যান্ডসেটটি ভারতের প্রথম স্মার্টফোন, যা ৭,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সাথে এসেছে। এছাড়াও, এই ফোনে রয়েছে MediaTek Helio G88 প্রসেসর, যা Mali G52 জিপিইউ-এর সাথে যুক্ত হয়ে ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদান করে। Tecno Pova 3 ৯০ হার্টজের রিফ্রেশ রেট সমৃদ্ধ বড় ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে। চলুন ভারতের বাজারে পা রাখা এই নতুন টেকনো ডিভাইসটির দাম, উপলব্ধতা এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে টেকনো পোভা ৩-এর মূল্য এবং লভ্যতা (Tecno Pova 3 Price and Availability)

ভারতে টেকনো পোভা ৩ দুটি মেমরি কনফিগারেশনের পাওয়া যাবে- ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। হ্যান্ডসেটটিকে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এ তালিকাভুক্ত করা হয়েছে এবং সাইটে এর প্রারম্ভিক মূল্য ১১,৪৯৯ টাকা। আগামী ২৭ জুন থেকে এদেশে পোভা ৩-এর সেল শুরু হবে৷ এই টেকনো হ্যান্ডসেটটি ইকো ব্ল্যাক এবং টেক সিলভার- এই দুটি আকর্ষণীয় কালারে বেছে নেওয়া যাবে।

ভারতে টেকনো পোভা ৩-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Tecno Pova 3 Specifications and Features )

টেকনো পোভা ৩ ফোনে ৬.৯ ইঞ্চির ডট-ইন ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০৮০ x ২,৪৬০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি জি৫২ (Mali G52) জিপিইউটি যুক্ত রয়েছে। এটি সর্বাধিক ৬ জিবি র‍্যাম অফার করে, যা মেমরি ফিউশন প্রযুক্তি ব্যবহার করে ১১ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এর পাশাপাশি টেকনো পোভা ৩-এ ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, Tecno Pova 3-এর ব্যাক প্যানেলে কোয়াড ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আবার ফোনের সামনে কেন্দ্রীয়ভাবে স্থাপন করা হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Pova 3-এ বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৪ ঘন্টা পর্যন্ত গেমিং টাইম প্রদান করে বলে দাবি করেছে সংস্থা। এছাড়াও, এতে অন্তর্ভুক্ত ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জারটি মাত্র ৪০ মিনিট চার্জে ৫০ শতাংশ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ যোগ করতে পারে।

এছাড়াও, নিমগ্ন গেমিং অভিজ্ঞতার জন্য, Tecno Pova 3-এ Z-অ্যাক্সিস লিনিয়ার মোটর রয়েছে, যা ৪ডি (4D) ভাইব্রেশন প্রদান করে। এই নতুন হ্যান্ডসেটে ডিটিএস (DTS) প্রযুক্তি দ্বারা সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকারের দেখা মিলবে। ল্যাগ-ফ্রি গেমিং এবং কম শক্তি খরচের জন্য স্মার্টফোনটিতে প্যান্থার ইঞ্জিন ২.০ ফিচারটিও বর্তমান। হিট ডিসিপেশনের জন্য, Tecno Pova 3-এ গ্রাফাইট কুলিং সিস্টেমও দেওয়া হয়েছে।