Royal Enfield ভিন্ন স্বাদের বাইক বাজারে আনতে চলেছে, যা আগে কখনও দেখা যায়নি

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) হল ভারতের অন্যতম সর্বাধিক উচ্চাকাঙ্ক্ষী টু-হুইলার নির্মাতা। বহু বছর ধরে ক্রুজার বিভাগে মোটরসাইকেল তৈরি করে নিজেদের হাত পাকিয়েছে চেন্নাইয়ের সংস্থাটি। যদিও অ্যাডভেঞ্চার এবং স্পোর্টি বাইক সেগমেন্টেও পদার্পণ করেছে তারা। Continental GT 650 হল বর্তমানে স্পোর্টি সেগমেন্টে সংস্থার সর্বাধিক বিক্রিত মডেল। বর্তমানে এই বাইকটির ফুল/সেমি-ফেয়ার্ড ভার্সন তৈরির বিষয়টি চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আজকের এই প্রতিবেদনে রয়্যাল এনফিল্ডের ওই আপকামিং বাইক সম্পর্কে বিশদে আলোচনা রইল।

Faired Royal Enfield খুঁটিনাটি

চলতি বছরের প্রারম্ভে Royal Enfield Continental GT-র ফেয়ারিং মডেল টেস্টিংয়ের সময় দর্শন পাওয়া গিয়েছিল। মাউন্টিং পয়েন্ট সহ তাতে একটি ছোট ফ্রন্ট ফেয়ারিং নজরে পড়ে। প্রশ্ন রয়্যাল এনফিল্ডের হঠাৎ ফুল-ফেয়ার্ড বাইক নিয়ে আসার প্রয়োজন পড়লো কেন? এর নেপথ্যে রয়েছে Continental GT-এর বহুল জনপ্রিয়তা। এবারে তাই বাইকটি ফ্যাক্টরি ফিটেড বিকল্পে আনতে চলেছে সংস্থা।

Faired Royal Enfield অন্যান্য বিষয়

দর্শন পাওয়া বাইকটিতে ভিন্ন আকৃতির রিয়ার ভিউ মিররের দেখা পাওয়া গেছে। সার্বিকভাবে বাইকটির সাথে Continental GT-এর বহুলাংশে সাদৃশ্য রয়েছে। যদি একটি তারতম্য থাকতে পারে। মডেলটিতে টুইন রিয়ার শক অ্যাবজর্ভারের দেখা মিলেছে। এটি কেবলমাত্র টেস্ট মডেলের জন্যই। চূড়ান্ত ভার্সন তা থাকবে না।

রয়্যাল এনফিল্ড বাইকটি লঞ্চের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি। ২০২২-এ তারা Scram 411 এবং Hunter 350 লঞ্চ করেছিল। আবার সদ্য শেষ হওয়া EICMA এবং ‘রাইডার ম্যানিয়া’-তে Super Meteor 650-র প্রদর্শন করেছে রয়্যাল এনফিল্ড। যা সংস্থার ফ্ল্যাগশিপ ক্রুজার মডেল হিসেবে আসবে। এটি হতে পারে সংস্থার পরবর্তী লঞ্চ।