Hero খারাপ রাস্তা অনায়াসে পেরোতে সক্ষম বাইক বাজারে নিয়ে এল, সেরা চার ফিচার্স একনজরে
কমের মধ্যে অ্যাডভেঞ্চার বাইকের আস্বাদন পেতে আপনাকে ছুটতেই হবে Hero MotoCorp এর শোরুমে। সংস্থার একমাত্র অ্যাডভেঞ্চার মডেল হল Xpulse 200 4V। এবার এক্সপালসপ্রেমীদের জন্য রয়েছে এক সুখবর। মোটরসাইকেলটির Rally Edition বলে এক লিমিটেড এডিশন মডেল লঞ্চ করা হয়েছে। যা এক কথায় এর নতুন হার্ডকোর অফ-রোড ভ্যারিয়েন্ট। পাথুরে থেকে মেঠো পথ, সব ধরনের রাস্তা অনায়াসে পেরোনোর জন্য ডিজাইন করা হয়েছে Hero Xpulse 200 4V Rally Edition এর৷।
নতুন ভ্যারিয়েন্টে মিলবে দীর্ঘ সাসপেনশন, অতিরিক্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এক্সক্লুসিভ র্যালি কোড গ্রাফিক্স ও সর্বোপরি রেসিং সুপারস্টার সিএস সন্তোষের অটোগ্রাফ দেওয়া ফুয়েল ট্যাঙ্ক। Hero Xpulse 200 4V Rally Edition মডেলের দাম রাখা হয়েছে ১,৫২,১০০ টাকা৷ বুকিং পরশুদিন থেকে ২৯ শে জুলাই পর্যন্ত চলবে। অর্থাৎ লিমিটেড এডিশন মডেল হিসাবেই একে বাজারে আনছে হিরো। নীচে বাইকটির চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা রইল।
ইঞ্জিনের পারফরম্যান্স
সাধারণ Xpulse 200 4V-এর ইঞ্জিনেই চলবে র্যালি এডিশন। ২০০ সিসির এই ফোর ভাল্ভযুক্ত অয়েল কুল্ড ইঞ্জিন সর্বোচ্চ ৮,৫০০ আরপিএম গতিতে ১৮.৯ এইচপি ক্ষমতা ও ৬,৫০০ আরপিএম গতিতে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সাথে রয়েছে ৫স্পিড গিয়ার বক্স। ইঞ্জিনকে উত্তপ্ত হওয়ার হাত থেকে বাঁচাতে ও একটানা ভালো পারফরম্যান্স দিতে এর সাথে দেওয়া হয়েছে ৭ ফিন যুক্ত অয়েল কুলার।
উপযুক্ত সাসপেনশন
হিরো এক্সপালস ২০০ ফোর-ভি র্যালি এডিশন মোটরসাইকেলের সামনে ২৫০ মিমি অ্যাডজাস্টেবল সাসপেনশন ও পিছনে ২০০ মিমি ১০-স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে। সিটের উচ্চতাও বাড়িয়ে ৮৮৫ মিমি করা হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেড়ে দাঁড়িয়েছে ২৭০ মিমি। এছাড়াও এই বাইকে রয়েছে ৪০ মিমি উঁচু করা হ্যান্ডেলবার। হুইল বেসের দৈর্ঘ্য ১৪২৬ মিমি।
অফ রোডে দারুণ চলবে
চড়াই-উতরাই রাস্তা সহজে পার করার জন্য র্যালি সংস্করণের সামনে ও পিছনে ডুয়েল পারপাস টায়ার সহ যথাক্রমে ২১ ইঞ্চি ও ১৮ ইঞ্চির স্পোক যুক্ত চাকা দেওয়া হয়েছে। তাছাড়াও বাইকটির ইঞ্জিনকে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে অ্যালুমিনিয়ামের তৈরি পাত, ভালো গ্রিপ ও কন্ট্রোল পাওয়ার জন্য ডিস্ক ব্রেক এবং জলের হাত থেকে বাঁচানোর জন্য এগজস্ট পাইপ একটু উপরের দিক মুখ করে বসানো হয়েছে। তবে এত কিছু সত্বেও বাইকটির ওজন কিন্তু একই রয়েছে - ১৬০ কেজি।
কানেক্টিভিটি ফিচার্স
সাধারণ মডেলের অনুরূপে র্যালি এডিশনে এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যা স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে কল অ্যালার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, গিয়ার ইন্ডিকেটর-সহ নানা তথ্য দেখা যাবে। ফুল এলইডি লাইটিং সেটআপ-সহ সিঙ্গেল চ্যানেল এবিএস আছে এতে।
উল্লেখ্য, পুরনো Xpulse 200 গ্রাহকদের জন্য হিরো আলাদা করে নতুন র্যালি কিট লঞ্চ করেছে। যার মূল্য ৪৬,০০০ টাকা। তবে এটি রোড লিগ্যাল নয়। সে কারণে Rally Edition নামে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে সংস্থাটি।