Ola, Ather-দের টক্কর দিতে Honda ভারতে আনছে বৈদ্যুতিক স্কুটার

By :  techgup
Update: 2021-10-17 10:53 GMT

বৈদ্যুতিক টু-হুইলারের দুনিয়ায় পা রাখতে চলেছে জাপানের অটোমোবাইল জায়ান্ট Honda। বাজারে চলতি ওলা (Ola), আথার (Ather) এবং অন্যান্য কোম্পানির জনপ্রিয় ইলেকট্রিক বাইকের সাথে প্রতিদ্বন্দ্বীতায় শামিল হতে খুব শীঘ্রই নিজেদের পরিবেশবান্ধব দুই চাকার গাড়ি আনতে চলেছে Honda। ইতিমধ্যেই সে বিষয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে তাঁরা। সব ঠিকঠাক চললে আগামী বছরের মাঝামাঝি সময়ে আনা হতে পারে টু-হুইলারটি।

সংস্থার সভাপতি আতসুশি ওগাটা (Atsushi Ogata) ভারতের বাজারে বৈদ্যুতিক টু-হুইলার নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এখনো ভারতের বাজারে ইলেকট্রিক টু হুইলারের চাহিদার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। কিন্তু আসন্ন বৈদ্যুতিক যানটির বিষয়ে তিনি পরিষ্কারভাবে কিছু জানাননি। প্রসঙ্গত, গত বছর ভারতের অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন বা (ARAI)-এর অধীনে Honda Benly e এর রোড টেস্টিংয়ের ভিডিও প্রকাশ্যে এসেছিল৷

যদিও সংস্থার প্রথম বৈদ্যুতিক দু’চাকার গাড়ি হিসেবে হোন্ডা বেনলি ই আত্মপ্রকাশ করবে নাকি অন্য কোনো বৈদ্যুতিক টু হুইলার তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ এর আগে সংস্থাটি ২০২৪ সালের মধ্যে নিজেদের বৈদ্যুতিক টু হুইলার বিশ্ববাজারে আনবে বলে জানিয়েছিল। সেই সময় অনেক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, সংস্থার প্রথম বৈদ্যুতিক স্কুটার হিসেবে আত্মপ্রকাশ ঘটতে পারে Honda PCX-এর।

এমনকি গত বছর জানুয়ারিতে নিজের নির্বাচিত ডিলারদের সাথে একটি গোপন বৈঠকে হোন্ডা পিসিএক্স ইলেকট্রিক স্কুটারটির কনসেপ্ট মডেলের এক ঝলক দেখিয়েছিলও সংস্থাটি। এরপর চলতি বছরের মে মাসে PCX নামের বৈদ্যুতিক স্কুটারটির জন্য ভারতে পেটেন্ট দায়ের করে হোন্ডা এবং তা পেয়েও যায়। যদিও আন্তর্জাতিক বাজারে স্কুটারটি ইলেকট্রিক এবং হাইব্রিড উভয় বিকল্পেই উপলব্ধ, তবে ভারতের বাজারে কেবল এর ইলেকট্রিক ভার্সনটি আনা হতে পারে। এর জন্য ইতিমধ্যেই ট্রেডমার্ক ফাইল করা হয়েছে বলেও খবর। আসুন স্কুটারটির সম্ভাব্য খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Honda PCX-এর সম্ভাব্য বৈশিষ্ট্য

হোন্ডা পিসিএক্স-এর দু'দিকের চাকাতেই ডিস্ক ব্রেক থাকতে পারে। এছাড়াও ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ডিসপ্লে, ডবল ক্র্যাডেল চ্যাসিস, টিউবলেস টায়ার, টেলিস্কোপিক ফ্রন্ট এবং ইউনিট সুইং টাইপ রিয়ার সাসপেনশনের মত ফিচারগুলি দেখা যেতে পারে স্কুটারটিতে। ১৩৮০ এমএম হুইল বেস এবং ১৩২ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতে পারে এতে। সাথে এলইডি হেডলাইট, এলইডি টেললাইট, লো ব্যাটারি ইন্ডিকেটর দেখা যেতে পারে।

Honda PCX-এর সম্ভাব্য ব্যাটারি

২০.৮ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারির সাথে আসতে পারে হোন্ডা পিসিএক্স। প্রোটোটাইপ মডেলের রাইডি রেঞ্জ ছিল ৪১ কিমি, যা কিন্তু খুবই নগণ্য৷ প্রোডাকশন মডেলের মাইলেজ দ্বিগুণের বেশি হলে বলে আশা করা যার৷

Honda PCX-এর মোটর

স্কুটারটির এসি সিনক্রোনাস মোটর থেকে ৫,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৫.৭ পিএস শক্তি এবং ৫,০০ আরপিএম গতিতে ১৮ এনএম টর্ক উৎপন্ন হতে পারে।

Honda PCX-এর সম্ভাব্য দাম

ভারতের বাজারে স্কুটারটির দাম ১.৪৫ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। Honda PCX টু হুইলারটি ভারতের বাজারে কবে লঞ্চ হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

Tags:    

Similar News