150 সিসির বেশি এমন চার মোটরসাইকেলের দাম বাড়াল Honda

By :  SUMAN
Update: 2022-04-18 14:52 GMT

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) সম্প্রতি তাদের বিভিন্ন মোটরসাইকেল এবং স্কুটারের দাম বাড়ানোর ঘোষণা হয়েছে। কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত। সংস্থার বেস্ট সেলিং Activa রেঞ্জ এবং কমিউটার মোটরসাইকেলের নতুন দাম নিয়ে ইতিমধ্যেই প্রতিবেদন প্রকাশ হয়েছে। এবার হন্ডার ১৬০ সিসির উপরে প্রিমিয়াম কমিউটার বাইকগুলির আপডেটেড প্রাইস দেখে নেব আমরা।

মূল্যবৃদ্ধির তালিকায় থাকা হন্ডার ১৬২.৭ সিসি ইঞ্জিনের Unicorn ও X-Blade এবং ১৮৪.৪ সিসি ইঞ্জিনের Hornet 2.0 এবং CB200 DX কিনতে এবার কত খরচ হবে, এক্স-শোরুমের দাম অনুযায়ী তার বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল।

Honda Unicorn, Hornet 2.0 এবং CB200 DX

হন্ডা ইউনিকর্নের দাম ১,০৯১ টাকা বেড়ে হয়েছে ১,০২,৫৩৩ টাকা। হর্নেট ২.০-এর মূল্য ৫৪৫ টাকা বেড়ে এখন ১,৩৪,২৩৮ টাকায় দাঁড়িয়েছে। আর সংস্থার সবচেয়ে সস্তা অ্যাডভেঞ্চার ট্যুরার CB200 DX-এর মূল্য ও বেড়েছে সমপরিমাণে (৫৪৫ টাকা)৷ নতুন দাম ১,৪৬,৪৯৯ টাকা।

Honda X-Blade

হন্ডা এক্স-ব্লেড বাজারে ডিস্ক এবং ডুয়াল ডিস্ক (দু'দিকে একটি করে) ভ্যারিয়েন্টে উপলব্ধ। আগে দাম ছিল যথাক্রমে ১,১৩,৩৫০ টাকা ও ১,১৮,০৮১ টাকা। নতুন মূল্য হয়েছে যথাক্রমে ১,৩৪,২৫৮ টাকা এবং ১,৪৬,৪৯৯ টাকা।

Tags:    

Similar News