OnePlus বা Xiaomi কেউ নয়, সেরা মিড-রেঞ্জ স্মার্টফোনের নাম শুনলে সত্যিই চমকে যাবেন

সেপ্টেম্বর মাস শুরু হতেই যথারীতি জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, আনটুটু (AnTuTu) আগস্ট মাসের ১০টি সেরা পারফরম্যান্স প্রদানকারী ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকাটি প্রকাশ করেছে। এবারের তালিকার শীর্ষে রয়েছে OnePlus Ace 2 Pro। আনটুটু আগস্টের ১০টি সেরা-পারফর্মিং মিড-রেঞ্জ স্মার্টফোনের তালিকাটিও সামনে এনেছে, যার প্রথম স্থানটি দখল করেছে কয়েকমাস আগে লঞ্চ হওয়া Redmi Note 12 Turbo। এছাড়াও, এই তালিকায় রিয়েলমি (Realme), আইকো (iQOO), ভিভো (Vivo), ওপ্পো (Oppo) সহ একাধিক ব্র্যান্ডের ডিভাইস তার স্থান করে নিয়েছে। তবে দেখা যাচ্ছে যে, এই লিস্টিংয়ে Snapdragon 7+ Gen 2 চিপসেট দ্বারা চালিত ডিভাইসগুলি অন্যান্য মিডিয়াটেক ডিভাইসের থেকে এগিয়ে রয়েছে।

আগস্ট মাসের AnTuTu-এর সেরা দশটি মিড-রেঞ্জ স্মার্টফোন

এটি আগস্ট মাস হলেও, গত মার্চে লঞ্চ হওয়া রেডমি নোট ১২ টার্বো ফোনটি মধ্য-রেঞ্জের আনটুটু (AnTuTu) পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। এটি ১১,৪৮,৩৭৬ পয়েন্টের আসাধারণ স্কোর অর্জন করেছে, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়েলমি জিটি নিও ৫ এসই-এর ১১,৪৬,৬০৭ পয়েন্টের থেকে সামান্য বেশি। উল্লেখযোগ্যভাবে, এই দুটি স্মার্টফোনই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ দ্বারা চালিত।

তৃতীয় স্থানে রয়েছে Dimensity 8200 চিপসেট দ্বারা চালিত iQOO Neo 7 SE। এটি ৯,৪৯,৭৪২ পয়েন্ট স্কোর করেছে, আর Vivo S17 Pro তার ৯,৪৪,৩২৯ আনটুটু স্কোর সহ চতুর্থ স্থানে রয়েছে। এছাড়া এই মিড-রেঞ্জ স্মার্টফোনের তালিকার পঞ্চম থেকে দশম স্থানে যথাক্রমে Oppo Reno 10 Pro, Redmi Note 12T Pro, Redmi K60E, Xiaomi Civi 3, OnePlus Ace Racing এবং OnePlus Ace – এই ডিভাইসগুলি রয়েছে৷ এই সমস্ত ফোনই হয় Dimensity 8200 কিংবা Dimensity 8100 সিরিজের চিপসেট দ্বারা চালিত।

তবে আনটুটু-এর তালিকায় মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট যুক্ত ডিভাইসের সংখ্যা বেশি হলেও, পারফরম্যান্সের নিরিখে Snapdragon 7+ Gen 2 প্রসেসর সমন্বিত স্মার্টফোনগুলি ডাইমেনসিটি-চালিত অন্যান্য মডেলগুলির তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছে। যদিও এখন MediaTek Dimensity 8300 চিপসেটটি তৈরির প্রক্রিয়া চলছে, যেটির সাথে একটি নতুন Mali G52 MC6 জিপিইউ অন্তর্ভুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। এই নতুন প্রসেসরটি বাজারে বিদ্যমান শীর্ষস্থানীয় Qualcomm Snapdragon মিড-রেঞ্জ চিপগুলিকে টেক্কা দিতে পারে কিনা, তাই এখন দেখার।