আমজনতার জন্য সস্তায় Honor এর নয়া ফোন, ডুয়েল ক্যামেরা সহ শক্তিশালী ব্যাটারি থাকবে

অনর (Honor) বর্তমানে তাদের একাধিক নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কিছু দিন আগেই, ব্র্যান্ডটি চীনে Honor Pad V8 রিলিজ করেছে। আর এখন, তারা Honor Play সিরিজের পরবর্তী প্রজন্মের মডেলগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে। তবে কোম্পানির পক্ষ থেকে কোনরকম আনুষ্ঠানিক ঘোষণার আগেই, একটি নতুন অনর ফোনকে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MIIT) অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে। যদিও তালিকায় কোনও ফটো নেই, তবে অনুমান করা হচ্ছে এই ফোনটি Honor Play 40 হিসাবে বাজারে আত্মপ্রকাশ করবে।

Honor Play 40 দেখা গেল চীনের MIIT সার্টিফিকেশন সাইটে

WDY-AN00 মডেল নম্বর সহ একটি নতুন অনর স্মার্টফোন চীনের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ওরফে এমআইআইটি (MIIT)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকায় নামের উল্লেখ না থাকলেও, অনুমান করা হচ্ছে এই মডেল নম্বরটি অনর প্লে ৪০-এর সাথে যুক্ত। তালিকা অনুযায়ী, এই ফোনটি ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, শক্তিশালী ৫,১০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। জানা গেছে, অনর প্লে ৪০-তে স্টোরেজ সম্প্রসারণের জন্য মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে না। ফোনটি শুধুমাত্র ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এগুলি দেখে মনে করা হচ্ছে যে, সম্ভবত একটি লো-এন্ড ডিভাইস হিসেবে বাজারে আসবে এটি, ফলে এর দাম অনেকটাই কম হবে।

এছাড়াও, সূত্রের দাবি, অনর প্লে ৪০-তে ১,৬১২ x ৭২০ পিক্সেলের এইচডি+রেজোলিউশন সহ ৬.৫৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকবে। ফটোগ্রাফির জন্য পিছনে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। আর ফোনটির সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। তবে, এই ক্যামেরাটি পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে থাকবে না নচের মধ্যে, তা এখনও জানা যায়নি।

নিরাপত্তার জন্য, অনর প্লে ৪০-তে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবস্থান করবে। আর এর পুরুত্ব হবে প্রায় ৮.৩৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৮৮ গ্রাম। ফোনটি ৪ জিবি/ ৬ জিবি/ ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ অনেকগুলি বিকল্পে বাজারে আসতে পারে।

উল্লেখযোগ্যভাবে, Honor Play 40-এ থাকবে একটি HW-050200C02 চার্জার। এই চার্জারটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ব্যবহার করা হয়নি। এর ক্ষমতাও মাত্র ১০ ওয়াট, ফলে ধরে নেওয়াই যায় Play 40 একটি এন্ট্রি লেভেল হ্যান্ডসেট হতে চলেছে। তবে আজকাল বেশিরভাগ অনর ফোনেই ১০ ওয়াটের চেয়ে দ্রুততর চার্জিং সাপোর্ট করে। তাই অনর কেন এই কম ক্ষমতার চার্জারটি তাদের ফোনে ব্যবহার করছে, তা একটি বড় প্রশ্ন। সম্ভবত কম দাম বজায় রাখার জন্যই কোম্পানি এটিকে বেছে নিয়েছে। এখনও পর্যন্ত, Honor Play 40-এর লঞ্চ সম্পর্কে কোনও তথ্য প্রকাশে আসেনি, আশা করা যায় শীঘ্রই এবিষয়ে আরও জানা যাবে।