ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দু-দুটি বিশেষ ডেস্কটপ লঞ্চ করল HP, আলাদা করে লাগবে না সিপিউ

সাম্প্রতিক বছরগুলিতে তরুণ প্রজন্মের একাংশই কন্টেন্ট ক্রিয়েশনকে নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে। দিনের পর দিন বাড়ছে কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির পরিসরও। সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের নানা কাজের সুবিধার জন্য, এবার বিশেষভাবে ভারতীয় বাজারে অল-ইন-ওয়ান পিসি (PC)-র একটি নতুন রেঞ্জ লঞ্চ করল HP (এইচপি)। এই রেঞ্জের অধীনে HP Envy (এইচপি এনভি) এবং HP Pavillion (এইচপি প্যাভিলিয়ন) নামের দুটি ডেস্কটপ এসেছে, যাতে রয়েছে ইন্টেল কোর প্রসেসর। উল্লেখ্য, এর আগে আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানিটি এদেশে হাই-এন্ড গেমিং ল্যাপটপ লঞ্চ করেছিল। তবে এই নতুন ডেস্কটপ রেঞ্জটি ইউজারদের ওয়ার্ক ফ্রম হোম (WFH) বা হাইব্রিড পরিস্থিতিতে কাজ করতে সাহায্য করবে; সবচেয়ে বড় ব্যাপার হল HP Envy বা HP Pavillion – অল-ইন-ওয়ান পিসি হওয়ায় কোনোটিতেই আলাদা সিপিইউ (CPU)-এর প্রয়োজন হবে না। আসুন এখন HP-র এই নতুন ডেস্কটপ রেঞ্জের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কিত খুঁটিনাটি জেনে নিই।

নতুন HP Envy ও Pavillion ডেস্কটপের দাম, উপলভ্যতা

ভারতে নতুন এইচপি এনভি অল-ইন-ওয়ান পিসির দাম শুরু হচ্ছে ১,৭৫,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে প্যাভিলিয়ন মডেলটির দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। এগুলি কবে এবং কোথা থেকে কেনা যাবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য শেয়ার করেনি কোম্পানি।

নতুন HP Envy ডেস্কটপের স্পেসিফিকেশন 

সদ্য বাজারে আসা এইচপি এনভি ডেস্কটপটিতে ৩৪ ইঞ্চি ৫কে (5K) আইপিএস ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন ৫১২০×২১৬০ পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও ২১:৯। এই মডেলটিতে অ্যাডজাস্টেবল ব্লু লাইট ফিল্টার দেওয়া হয়েছে; এছাড়া এর ডিসপ্লে টিইউভি (TUV) সার্টিফাইড বলে কোম্পানির দাবি। এত গেল ডিসপ্লে ফিচারের কথা। হার্ডওয়্যার বা অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে ডেস্কটপটিতে ১১তম জেনারেশনের ইন্টেল কোর আই৭ সিপিউ, ১৬ জিবি ডিডিআর৪ (DDR4) র‌্যাম এবং ১ টিবি পিসিএলই এসএসডি (PCle SSD) স্টোরেজ দেখা যাবে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য, এতে থাকবে ডেডিকেটেড এনভিডিয়া জিফোর্স আরটিএক্স-৩০৬০ (Nvidia GeForce RTX-3060) (৬ জিবি) জিপিউ।

পিসিটিতে ইউজাররা কোনো বিশেষ টুল ছাড়াই চারটি স্টোরেজ ডিভাইস পর্যন্ত আপগ্রেড করতে পারবেন বলে কোম্পানি জানিয়েছে। সেক্ষেত্রে এই ডেস্কটপে এইচপি (HP 915) ওয়্যারলেস কীবোর্ড এবং মাউস কম্বোও দেওয়া হয়েছে। সাথে রয়েছে ব্যাং এবং ওলুফসেনের দুটি ২ ওয়াট স্পিকার। শুধু তাই নয়, এটি ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা অফার করবে। একইভাবে কানেক্টিভিটির জন্য এতে মিলবে টাইপ-সি পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট, ওয়াই-ফাই 6 এবং ব্লুটুথ ৫.২ সাপোর্ট। 

নতুন HP Pavillion ডেস্কটপের স্পেসিফিকেশন 

এইচপি প্যাভিলিয়ন ডেস্কটপ মডেলটি ৩১.৫ ইঞ্চি স্ক্রিনসহ এসেছে। তাছাড়া এতে রয়েছে ১ টিবি এসএসডি, ১৬ জিবি র‌্যাম এবং ইন্টিগ্রেটেড জিপিউসহ ১২তম জেনারেশনের ইন্টেল কোর আই৭ প্রসেসর। ইউজাররা এটিতে B&O স্পিকারও পাবেন, যেখানে সার্বজনীন রিমোট সুইচ দিয়ে মনিটর নিয়ন্ত্রণ করা যাবে।