Tata থেকে Maruti, ক'দশক ধরে ভারতীয় সেনাকে ভরসা জুগিয়ে আসছে এই গাড়িগুলি, কিনতে পারেন আপনিও

By :  techgup
Update: 2022-08-15 07:20 GMT

২৬ শে জানুয়ারি ১৯৫০। স্বাধীন ভারতের প্রথম সেনাবাহিনী গঠিত হয় ওই দিন। পৃথিবীর অন্যতম বৃহত্তম ও শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী ভারতবর্ষ। আর বাস্তবিক পরিস্থিতিতে দেশরক্ষায় রোদ-জল-ঝড় বৃষ্টি উপেক্ষা করে দেশের পূর্ব-পশ্চিম এবং উত্তর-দক্ষিণ দাপিয়ে বেড়াতে আর্মির প্রয়োজন খুব টেকসই শরীর, শক্তিশালী ইঞ্জিন সমৃদ্ধ ও সহজেই মেরামত করা যায় এমন ধরনের গাড়ির। ফলে সরকারের তরফ থেকে ওই সব গুণসম্পন্ন যান বরাদ্দ করা হয় সেনাবাহিনীর জন্য। সেগুলি সাধারণত আমজনতার ধরাছোঁয়ার বাইরে থাকে‌। আবার সেনার বাতিল গাড়ি নিলামে উঠলেও তা কিনতে দিতে হতে পারে মোটা টাকা।

তবে খুশির খবর হল, সেনার জন্য কেনা সিংহভাগ গাড়ি সাধারণের ব্যবহারের জন্য উপলব্ধ বা এক সময় খোলা বাজারে পাওয়া যেত। ডিফেন্স সেক্টরে যে মডেল পাঠানো হয় তার মতোই প্রায় সমান ক্ষমতা রাখে সেই গাড়িগুলি। ভারতীয় সেনাবাহিনী এখনও ব্যবহার করে এমন মডেলের প্রচুর গাড়ি অনেক কম দামে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা যায়। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে এই প্রতিবেদনে তেমনই পাঁচ হাতফেরতা এসইউভির খোঁজ রইল।

Maruti Suzuki Gypsy

এটি ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে জনপ্রিয় ৪×৪ এসইউভি। যদিও সাত বছর আগেই সাধারণ ক্রেতাদের জন্য উৎপাদন বন্ধ হয়ে গেছে গাড়িটির। তবে ২০১৯ সাল পর্যন্ত ভারতীয় সেনার জন্য নির্মাণ জারি ছিল Maruti Gypsy-র। যার স্থান পরবর্তীকালে Tata Safari Storme এর জিম্মায় চলে যায়। এটি ১.৮০ লাখ থেকে ৫ লাখের মধ্যে পুরনো গাড়ি কেনাবেচার দোকানে পাওয়া সম্ভব। তবে মডিফায়েড Gypsy এর দাম তুলনামূলকভাবে বেশি। জিপসি ১.৩ লিটার পেট্রল ইঞ্জিন সহ এসেছিল৷ যা সর্বোচ্চ ৮০ বিএইচপি ও ১০৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ৪×৪ সিস্টেমের এই গাড়িতে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।

Tata Safari Storme

টাটা মোটরসের এই গাড়িটি খুবই সক্ষম এসইউভি, যা দেশেহ জওয়ানদের কাছে সহজেই Gypsy এর পরিবর্ত হিসাবে জায়গা করে নিয়েছে‌‌। গাড়িটির চালিকাশক্তি হল ২.২ লিটার ফোর সিলিন্ডার যুক্ত টার্বো ইঞ্জিন, যার সর্বাধিক আউটপুট ১৫৪ বিএইচপি ও ৪০০ এনএম। ২০১৮ সালের পর থেকে সাধারণ জনগণের জন্য এই গাড়িটির বিক্রি বন্ধ করে দেয় টাটা মোটরস। বর্তমানে শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীর জন্যই তৈরি করা হয় এটি। তবে পুরনো গাড়ি বাজারে ৩ লাখ থেকে ৭ লাখের মধ্যে মিলতে পারে Tata Safari Storm, যদিও গাড়িটির অবস্থা ও কোন বছর তৈরি সেটার উপর নির্ভর করবে দাম।

Mahindra Thar

যদিও সরাসরি বলতে গেলে Mahindra Thar গাড়িটি ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত না হলেও এর পূর্বসূরী মডেল যেমন CJ 3B, 4×4, RCL, MM 540, MM 550 ইত্যাদি ভারতীয় ডিফেন্স ফোর্সে কয়েক দশক ধরে ব্যবহার হয়েছে। বর্তমানে Thar এর যে সংস্করণটি বাজারে মেলে তা অনেক বেশি আধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন। আপনি যদি পুরনো দিনের আমেজ পেতে চান সে ক্ষেত্রে ওল্ড জেনারেশনের Thar কেনাই ভাল। অবস্থার উপর ভিত্তি করে একটি সেকেন্ড হ্যান্ড S Cross সংস্করণ ৫ লাখ থেকে ১১ লাখ টাকার মধ্যে বাজারে পাওয়া সম্ভব।

Mahindra Scorpio 4×4

স্করপিওর ৪×৪ সংস্করণটি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ব্যবহৃত একটি গাড়ি যা প্রয়োজনে সাধারণ ভারতবাসীও কিনতে পারে। এমনকি সম্প্রতি Scorpio N মডেলটি লঞ্চ হওয়ার পরেও পূর্ববর্তী সংস্করণটি গত সপ্তাহে Scorpio Classic নামে নতুন অবতারে লঞ্চ হয়েছে। তবে এতে ৪×৪ ভার্সন অনুপস্থিত৷ ফলে এই মুহূর্তে একমাত্র পুরনো গাড়ির বাজারেই ওই ভ্যারিয়েন্ট পাওয়া সম্ভব। মোটামুটি ভাল অবস্থায় রয়েছে এমন মডেল দরাদরি করে ৪ লাখ থেকে ৬ লাখ টাকার মধ্যে পাওয়া যেতে পারে।

Toyota Fortuner

টয়োটার এই লেজেন্ডারি গাড়ি ইন্দো-তিবেত বর্ডার পুলিশ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। যদিও তা Fortuner এর প্রথম জেনারেশন মডেলকে ২০১৬ সালে নতুন প্রজন্মের মডেল বদলি করে। ৪×৪ সিস্টেম সমৃদ্ধ ৩.০ লিটারর চার সিলিন্ডার যুক্ত এর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ১৬৯ বিএইচপি। আপনি এর পুরনো সংস্করণটি ১০ থেকে ১৬ লাখ টাকায় পেয়ে যেতে পারেন।

Tags:    

Similar News