ইলেকট্রিক স্কুটার বা গাড়ি ব্যবহার করেন? আপনার জন্য সুপার অ্যাপ নিয়ে আসছে কেন্দ্র, স্মার্টফোনেই মিলবে অনেক কিছু
ভারতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে কেন্দ্র। যার মুখ্য কারণ পরিবেশ দূষণ রোধ। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ও পরিবেশের প্রতি সচেতনতা বশত বহু মানুষ ব্যাটারি চলতি যানবাহন কিনছেন। কিন্তু এখনও বহু ক্রেতা বয়েছেন, যারা ইচ্ছে থাকলেও চার্জিং স্টেশনের অভাবে এই জাতীয় গাড়ি কিনতে সাহস পাচ্ছেন না। পছন্দ হওয়া মডেলটি FAME-II প্রকল্পের আওতাধীন কি না? কাছাকাছি চার্জ দেওয়ার স্টেশন কোথায় রয়েছে? নাগরিকদের এরকম হাজারো প্রশ্নের জবাব দিতে এবারে নয়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মোদি সরকার। একটি ‘সুপার অ্যাপ’ তৈরি করছে তারা । যেখানে বৈদ্যুতিক যানবাহন চার্জ দেওয়ার কেন্দ্রের অবস্থান ও মাসুল কীরকম, সে নিয়ে তথ্য পাবেন সকল নাগরিক। সূত্রের খবর, আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই অ্যাপটি লঞ্চ করা হবে।
সেই অ্যাপে নিকটবর্তী চার্জিং স্টেশন ও তার দূরত্ব, চার্জে দেওয়ার খরচ সহ- আরও অন্যান্য তথ্য জানা যাবে। অ্যাপটি লঞ্চের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড বা সিইএসএল (CESL)। এই প্রসঙ্গে তাদের এমডি মহুয়া আচার্য ইকোনমিক টাইমসকে বলেছেন, “পাবলিক চার্জিং স্টেশনের হদিশ দেওয়া ছাড়াও বিভিন্ন গাড়ি সংস্থার প্রকাশিত তথ্য জানা যাবে এই অ্যাপ থেকে। এমনকি প্রাইভেট চার্জিং স্টেশনে ভিড় কতটা তাও জানা যাবে।”
মহুয়া যোগ করেন, “গ্রাহকরা শুনে স্বস্তি পাবেন, যে এই অ্যাপ থেকে তথ্য জানা এবং গাড়ি চার্জ দেওয়ার প্রয়োজন হলে নিকটবর্তী স্টেশনে স্লট বুকিং করতে পারবেন। আমাদের চার্জিং স্টেশনের একটি বিস্তৃত নেটওয়ার্ক প্রয়োজন, যেগুলি নিরাপদ, ভালোভাবে আলোকিত, আচ্ছাদিত এবং যেখানে ব্যবহারকারীরা এক ঘন্টার মধ্যে তাদের বৈদ্যুতিক গাড়িগুলি চার্জ করাতে পারে। এতে ব্যাটারির আকার কমানো, ইলেকট্রিক ভেহিকেলের দাম কমানো, রেঞ্জের দুশ্চিন্তা কমিয়ে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে সহায়তা করবে।”
প্রসঙ্গত, সংস্থাটি জাতীয় সড়কগুলির পাশে পিপিপি অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে চার্জিং স্টেশন খোলার পরিকল্পনা চলছে। অধিকন্তু আগামী তিন বছরের মধ্যে সরকারের লক্ষ্য দেশে নিদেনপক্ষে ১০,০০০ চার্জিং স্টেশনের নেটওয়ার্ক তৈরি করা। সম্প্রতি ১৬টি জাতীয় সড়কের ধারে আটশোর বেশি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছে কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড (CESL)। ১০,২৭৫ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক বরাবর ৮১০টি চার্জিং স্টেশন স্থাপন করতে চলেছে তারা।