WhatsApp এর মাধ্যমে ভিডিও কল করেন? এখন থেকে পাবেন এই চমৎকার সুবিধা

WhatsApp ভিডিও কলের সময় করা যাবে মাল্টি-টাস্কিং, এসে গেল পিকচার-ইন-পিকচার মোড

সম্প্রতি WhatsApp তার ব্যবহারকারীদের জন্য আরও একটি কার্যকর ফিচার নিয়ে হাজির হয়েছে, যার নাম পিকচার-ইন-পিকচার বা পিআইপি (PIP) মোড। এর সাহায্যে ইউজাররা ভিডিও কলের সময় মাল্টি-টাস্কিং করতে পারবেন। উল্লেখ্য যে, Meta মালিকানাধীন সংস্থাটি হালফিলে iOS-এর জন্য উক্ত ফিচারটি চালু করেছে। বলে রাখি, এতদিন পর্যন্ত iPhone-এ অন্য কোনো অ্যাপ কিংবা WhatsApp-এ কোনো ভিডিও দেখার সময় যদি হঠাৎ ভিডিও কল আসতো, তাহলে পূর্বের ভিডিওটি তৎক্ষণাৎ পজ হয়ে যেতো (অর্থাৎ থেমে যেতো)। তবে আলোচ্য ফিচারটির আগমন ঘটায় WhatsApp-এ কোনো ভিডিও কল চলাকালীন অন্যান্য অ্যাপ অতি অনায়াসে ব্যবহার করতে পারবেন ইউজাররা।

WhatsApp ভিডিও কলের সময় করা যাবে মাল্টি-টাস্কিং, এসে গেল পিকচার-ইন-পিকচার মোড

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo সর্বপ্রথম এই ফিচারটির খবর প্রকাশ্যে এনেছে। সংস্থাটি জানিয়েছে যে, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কল চলাকালীন অন্য কাজেও নিজেদের ফোন ব্যবহার করতে পারবেন। নয়া পিআইপি মোডের সৌজন্যে ব্যবহারকারীরা ভিডিও কল চলাকালীন একটি ছোটো উইন্ডোতে হোয়াটসঅ্যাপ ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য অ্যাপও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সহজে বললে, এবার উক্ত ফিচারটির দৌলতে ইউজাররা ভিডিও কল করার সময়ও মাল্টি-টাস্কিং করার সুযোগ পাবেন। WABetaInfo আরও জানিয়েছে যে, নবাগত ফিচারটি ব্যবহার করতে চাইলে আইওএস ইউজারদেরকে অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store)-এ গিয়ে হোয়াটসঅ্যাপের ২৩.৩.৭৭ ভার্সনটি ইনস্টল করতে হবে।

Android-এর জন্য এসেছে এই দুটি নতুন ফিচার

আইওএসের পাশাপাশি সম্প্রতি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যও দুটি অত্যন্ত কার্যকর ফিচার রোলআউট করেছে হোয়াটসঅ্যাপ। উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত এই অ্যাপ মারফত সর্বাধিক ৩০ টি মিডিয়া ফাইল শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে ইদানীংকালে ৩০ থেকে একধাক্কায় বাড়িয়ে সংখ্যাটিকে ১০০ করেছে মেটা মালিকানাধীন কোম্পানিটি। অর্থাৎ সহজে বললে, এবার এই প্ল্যাটফর্মটির মারফত একসাথে ১০০ টি ফটো কিংবা ভিডিও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সর্বপ্রথম অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৩.৪.৩-এ উক্ত ফিচারটিকে দেখা গিয়েছিল। স্বভাবতই এর ফলে ইউজাররা যে ব্যাপকভাবে উপকৃত হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

এর পাশাপাশি Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির পক্ষ থেকে হালফিলে জানানো হয়েছে যে, WhatsApp-এ ইউজাররা এখন নিজেদের পছন্দমতো অবতার তৈরি করার সুযোগ পাবেন। উপরন্তু, সেই অবতারকে প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করার সুযোগ মিলবে। এই প্রসঙ্গে বলে রাখি, এর জন্য গত ডিসেম্বরে ইউজারদেরকে ৩৬ টি কাস্টমাইজেবল স্টিকার ব্যবহারের সুযোগ দিয়েছে WhatsApp।